আজকাল ওয়েবডেস্ক: ইডির নজরে পড়তে পারেন তিনি। দাবি করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, পরিকল্পনা করে চক্রব্যুহ রচনা করা হয়েছে। এবার তাঁকে আক্রমণ করা হবে। তবে দুহাত খোলা রেখে তিনি ইডিকে স্বাগত জানাবেন।

নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, সংসদে আমার ভাষণ নিয়ে অনেকেই আপত্তি তুলেছে। এবার ইডির হানা নিয়ে তৈরি হতে হবে আমাকে। তবে ইডির সঙ্গে চা বিস্কুট খেতে তৈরি আমি। অন্যদিকে কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর শুক্রবার সংসদে একটি নোটিশ জমা দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্র সরকার ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সকে নিজের স্বার্থে ব্যবহার করছে। লোকসভায় বাজেট অধিবেশনের আলোচনার সময় রাহুল গান্ধী তীব্র আক্রমণ করেন বিজেপিকে। যে বাজেট পেশ করা হয়েছে সেখানে এমএসপি নিয়ে কেন্দ্র সরকার ফের কৃষকদের ঠকিয়েছে বলে দাবি করেছেন রাহুল গান্ধী। এর পাশাপাশি তিনি ইন্ডিয়া জোটকে চক্রব্যুহে ফেলার চক্রান্ত নিয়েও সরব হন।

এরপরই রাহুলকে আক্রমণ করে বিজেপি সাংসদরা। একের পর এক সাংসদ তীব্র ভাষায় আক্রমণ করতে থাকে বিরোধী দলনেতাকে। তবে রাহুল গান্ধীর বাড়িতে ইডি কবে যাবে তা নিয়ে কিছু জানা না গেলেও শুক্রবার রাহুলের করা এহেন মন্তব্যে নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। তাঁদের মতে, রাজনীতির ময়দানে চলতি লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধী এখন পাকা খেলোয়াড়। সংসদের বিরোধী দলনেতা হওয়ার জন্য তিনি বাড়তি সুবিধা পেয়েছেন। নিজের রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি তিনি বিজেপি শিবিরকে চাপে ফেলার কোনও সুযোগই এবার হাতছাড়া করবেন না।