আজকাল ওয়েবডেস্ক: রাতে মজা করে পিৎজা খাবেন ভেবেছিলেন। সময়মতো অর্ডার করতে, বাড়িতে পৌঁছেও গিয়েছিল পছন্দের পিৎজা। কিন্তু খেতে গিয়েই ঘটল বিপত্তি। পিৎজায় কামড় দিতেই কেটে গেল গাল। মুখে অস্বস্তি বোধ হতেই, বের করে আনেন পিৎজার টুকরো। তার মধ্যে থেকেই পাওয়া যায় একটি ধারাল ছুরির টুকরো।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটেছে পুনেতে। স্পাইন রোডের ডোমিনোজের একটি আউটলেট থেকে পিৎজা অর্ডার করেছিলেন এক যুবক। যার দাম ছিল প্রায় ৬০০ টাকা। বাড়িতে পিৎজা আনিয়ে, সেটিই খেতে শুরু করেছিলেন। কিন্তু পিৎজায় প্রথম কামড় দিতেই তাঁর গাল কেটে যায়। শক্ত জিনিসের উপস্থিতি টের পেতেই মুখ থেকে পিৎজা বের করে আনেন। তখন দেখতে পান, পিৎজার মধ্যে ধারাল ছুরির টুকরো।
এমনকী পিৎজার আরও একটি টুকরোয় ছুরির টুকরো দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে ওই দোকানের ম্যানেজারকে ফোন করে জানান। প্রথমে বিশ্বাস না করলেও, ছবিসহ প্রমাণ দেখানোয় ছুটে আসেন তাঁরা। পিৎজায় ছুরির টুকরো দেখে, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চান ম্যানেজার। পাশাপাশি বিষয়টি বাইরে প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
যদিও যুবক বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সোমবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে অভিযোগ দায়ের করার পরিকল্পনাও করেছেন।
