আজকাল ওয়েবডেস্ক : দেড় মাস ধরে চলছে বিরল যোগের মহাকুম্ভ। দেশবিদেশ থেকে পুণ্যার্থীরা ছুটে আসছেন কুম্ভমেলায়। পুণ্য লাভের আশায় জলে ডুব দিচ্ছেন লাখে লাখে মানুষ। শুধু মানুষই না, এবার সারমেয়কে পুণ্য অর্জনের জন্য ডুব দিতে দেখা গেল গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনস্থলে। সম্প্রতি এই দৃশ্যই ভাইরাল সমাজমাধ্যমে।
পোষ্যকে রেখেই কুম্ভমেলায় যোগ দিতে প্রয়োগরাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যুবক। মালিককে ঘুরতে যেতে দেখে মন খারাপ হয়ে গিয়েছিল পোষ্যের। এরপরেই ছুটে গিয়ে গাড়ির সিটে বসে পড়ে সারমেয়টি। কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছিল না। মন খারাপ তাঁর চোখে মুখে ভেসে উঠছিল। যা দেখে নিমিষেই ওই যুবকের মন গলে যায়। এরপর তিনি ঠিক করেন, পোষ্যকেও সঙ্গে করে নিয়ে যাবেন মহাকুম্ভে। এরপ কুম্ভে পৌঁছে পোষ্যকে সঙ্গে নিয়েই পুণ্যস্নান সারেন ওই যুবক। সেই ছবিও পোস্ট করেন সমাজমাধ্যমে। দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের আনাচে কানাচে। ছবির ক্যাপশনে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন যুবক।
সারমেয়টির ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার দৃশ্য নজর কেড়েছ নেটিজেনদের। মনখুলে লাইক কমেন্টস দিতে শুরু করে নেটপাড়ার বাসিন্দারা। একজন লিখেছেন, ''শ্রেষ্ঠ ছবি দেখলাম।'' অন্য একজন লিখেছেন, ''মহাকুম্ভের সবচেয়ে মিষ্টি পুণ্যার্থী।''
