আজকাল ওয়েবডেস্ক: বন্ধ ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক। তল্লাশি চালিয়ে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল ৯৫.৫ কেজি সোনা, নগদ ৭০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া ওই সোনার বাজারমূল্য প্রায় ৮৮ থেকে ৯০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির খোঁজ মেলার পর বাড়ির মালিকের খুঁজতে শুরু করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় আহমেদাবাদের পালদি এলাকার ওই বন্ধ ফ্ল্যাটে অভিযান চালায় গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা ও রাজস্ব গোয়েন্দা দপ্তর। ফ্ল্যাটের মধ্যে তল্লাশি চালানোর সময় হতবাক গোয়েন্দারা।
এটিএসের সহকারী পুলিশ কমিশনার এসএল চৌধুরী বলেন,"ওই ফ্ল্যাটের থেকে ৯৫.৫ কেজি সোনা ও অন্যান্য গয়না উদ্ধার হয়েছে। পাশাপাশি ৭০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ফ্ল্যাটটির মালিক মেঘ শাহ ও তাঁর বাবা মহেন্দ্র শাহের। অনুমান করা হচ্ছে, পাচারের উদ্দেশে এই সোনা আনা হয়েছিল। উদ্ধার হওয়া এই সোনার সঠিক বাজার মূল্য কত তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমাদের অনুমান এই সোনার বাজারমূল্য ৮০ থেকে ৯০ কোটি টাকা।"
পাশাপাশি ওই পুলিশ কর্তা জানান, অভিযুক্ত মেঘ শাহ ও তাঁর বাবা মহেন্দ্র শাহ শেয়ার বাজার ব্যবসা করতেন। পাশাপাশি জুয়া ও সোনা পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। অভিযান চালানোর সময় ওই ফ্ল্যাট বন্ধ অবস্থায় ছিল। টাকা ও সোনা উদ্ধারের পর তা মাপতে টাকা গোনার মেশিন ও সোনা ওজনের যন্ত্রপাতি আনানো হয়।
তবে এই ফ্ল্যাটেই মালিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, ওই দুই অভিযুক্ত পলাতক।
