আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় একটি নতুন অশ্লীল ভিডিও কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। সেই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে স্থানীয় বিজেপি মহিলা মোর্চার সভাপতির ছেলের। সম্প্রতি মধ্যপ্রদেশের মন্দসৌরের একজন কথিত বিজেপি নেতার এই ধরণের ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।

স্থানীয় একটি মণ্ডলের মহিলা শাখার সভাপতির ছেলের ১৩০টিরও বেশি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা জেলার রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। জানা গেছে যে, বিজেপি নেত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি ফোনের উত্তর দিচ্ছেন না। অন্যদিকে, বিরোধী দলগুলি এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

সূত্রের খবর, বিজেপি নেত্রীর ছেলের বিরুদ্ধে তাঁর স্ত্রীর সঙ্গে প্রায় চার বছর ধরে অসদাচরণের অভিযোগ রয়েছে। সম্প্রতি পরিস্থিতি আরও খারাপ হয়। যখন স্বামী তাঁকে সিগারেট দিয়ে দিয়ে ছ্যাঁকা দেন। পুলিশের কাছে অভিযোগ করেন তাঁর স্ত্রী। তবে, পরিবারের রাজনৈতিক যোগের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ করা হয়েছে, ওই নেত্রীর ছেলে তাঁর বান্ধবীর সঙ্গে নানা রকম ভিডিও তৈরি করে মানসিক নির্যাতন করার জন্য স্ত্রীকে তা দেখাতেন।

১৩০টি ভিডিও হঠাৎ ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, কীভাবে সেগুলি ফাঁস হলো। ভিডিওগুলি কি ওই ব্যক্তি নিজেই প্রকাশ করেছেন, না কি তাঁর কথিত বান্ধবী, নাকি অন্য কেউ?

?ref_src=twsrc%5Etfw">May 30, 2025

বিজেপি নেতৃত্ব এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। মহিলা মোর্চা থেকে শুরু করে জেলা সংগঠনের কর্মকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি। ইতিমধ্যে, সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং কংগ্রেস-সহ বিরোধী দলগুলি শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে।

এসপি জেলা সভাপতি অলোক শাক্য বলেন, "বিজেপি নেতাদের মুখোশ খুলে যাচ্ছে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে জনগণ তাদের শিক্ষা দেবে।" তিনি নির্যাতিত মহিলাকে আইনি সহায়তার জন্য এসপির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।