আজকাল ওয়েবডেস্ক: নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার নৃত্যুগুরু। জানা গেছে গত ২৪ মে ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর কাদুগোদি এলাকায়।
অভিযুক্ত নৃত্যুগুরুর নাম ভারতী কান্নন (২৮)। ঘটনার দিন তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আচমকাই এক নাবালিকাকে রাস্তায় দেখে তিনি গাড়ি থামান। ওই নাবালিকাকে নাচ শেখানোর প্রলোভন দেখিয়ে গাড়িতে তোলেন। অভিযোগ, নাবালিকা গাড়িতে উঠতেই অভিযুক্ত গাড়ির সমস্ত দরজা লক করে বেশ কিছুটা দূরে গাড়ি নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গাড়ি চালাতে চালাতেই নাবালিকার সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন ওই নৃত্যগুরু। অভিযোগ, মেয়েটির শরীরে স্পর্শ করতে থাকেন তিনি।
বেশ কিছুক্ষণ পর ওই একই জায়গায় নাবালিকাকে নামিয়ে কান্নন গাড়ি নিয়ে চলে যান। বাড়ি ফিরে সমস্ত ঘটনা মা–বাবাকে জানান নাবালিকা। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে কান্ননকে গ্রেপ্তার করা হয়েছে।
