আজকাল ওয়েবডেস্ক: বিয়ে মানেই একগুচ্ছ আচার, রীতি, রেওয়াজ। গায়ে হলুদ থেকে সিঁদুরদান, আচার পালন করতে করতেই ক্লান্ত হয়ে পড়েন পাত্র-পাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা আচার পালনের ভিডিও মাঝে মধ্যেই ছড়িয়ে পড়ে। কেউ নাচগানে মেতে ওঠেন, কেউ আবার নিজের বিয়েতে বিরক্তি প্রকাশ করেন। কোনওটা মজার, কোনওটা আবার নেটিজেনদের আবেগপ্রবণ করে দেয়, কিছু ভিডিও ঘিরে আবার জোর চর্চাও হয়। সম্প্রতি তেমনই এক ভিডিও নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার সমালোচনায় মুখর হয়েছেন‌। 

 

দিন কয়েক আগে সমাজমাধ্যমে ভারতীয় বিয়ের অনুষ্ঠান পরবর্তী আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে নবদম্পতির মুখ দেখা যাচ্ছে না। তাঁদের কীর্তিকলাপ ধরা পড়েছে ভিডিওতে। ফুলশয্যার রাতে কী করল নবদম্পতি, তা ক্যামেরাবন্দি করা হয়েছে। সেটি ছড়িয়ে দিয়েছেন এক যুবক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুবকের নাম আরশাদ খান। ভিডিওর ক্যাপশনে লেখা, 'আমার স্ত্রী'। ভিডিওটি তোলা হয়েছে তাঁদের ফুলশয্যার রাতে। দেখা গেছে, ঘরটি আলো আর ফুলে সাজানো। বিছানায় ছড়ানো ফুল। চারপাশে সুগন্ধি ফুলের মালা দিয়ে সাজানো। বিছানার মাঝামাঝি বসে আছেন নববধূ। গা ভরা গয়না, আর পরনে বিয়ের লাল রঙের লেহেঙ্গা। নববধূর মাথায় ঘোমটা। ঘোমটা দিয়ে তিনি মুখ ঢেকে রয়েছেন। 

এদিকে বিয়ের আচার পালন করে ক্লান্ত বর। ফুলশয্যার রাতে ঘরে ঢুকেই ঘুমানোর তোড়জোড় করেন তিনি।‌ বিছানায় শুয়ে পা ঘুরিয়ে ঘুরিয়ে শরীরচর্চা করেন। স্বামীকে এই অবস্থায় দেখে, ঘোমটা তুলে তাঁর কাছে এগিয়ে আসেন স্ত্রী। এরপর ধীরে ধীরে তাঁর পা টিপে দেন। 

 

বিয়ের প্রথম রাতে স্ত্রীর যত্নে অবাক হয়ে গিয়েছিলেন আরশাদ। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তের ভিডিওটি তিনি তোলেন। যেভাবে প্রথম দিন থেকেই স্ত্রী আদর, যত্ন করেছেন, তাতেই মন জিতে নিয়েছেন। এমন আদুরে মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে তাই আর পিছপা হননি। 

 

আরও পড়ুন: ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি বানিয়ে আলাপ, বিয়ের আগেই লক্ষাধিক টাকা খোয়ালেন তরুণী, মাথায় হাত পরিবারের

 

ভিডিওতে আরশাদের স্ত্রীর মুখ দেখা যায়নি। মুখটি ব্লার করে দেওয়া হয়েছিল‌। গয়না না খুলে, পোশাক না বদলে, ক্লান্ত থাকা সত্ত্বেও যেভাবে নববধূ স্বামীর যত্ন করেছেন, তা চমকে দিয়েছে নেটিজেনদেরও। অনেকেই ভিডিওটি দেখে সমালোচনা করেছেন। 

 

ইতিমধ্যেই ভিডিওটি প্রায় নয় কোটি মানুষ দেখেছে। প্রায় নয় লক্ষ মানুষ লাইক দিয়েছেন। প্রায় পাঁচ হাজার মানুষ কমেন্ট করেছেন। একজন লিখেছেন, 'বিয়ের প্রথম রাত থেকেই স্ত্রীর পরিশ্রম। সেটিই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন স্বামী! এটা লজ্জার!' আরেকজন লিখেছেন, 'এই জন্যেই বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় কাঁদে। স্ত্রী ক্লান্ত থাকা সত্ত্বেও তাঁর সেবা নিচ্ছেন!' আরেকজন লিখেছেন, 'আপনারও উচিত স্ত্রীর পা টিপে দিয়ে সেবা করা।' 

 

প্রসঙ্গত, এই প্রথম নয়। ফুলশয্যার রাতে স্বামী-স্ত্রীর আরও কীর্তি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।‌ একজায়গায় দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে স্বামীকে খাওয়ানোর পর, স্ত্রী খাওয়াদাওয়া করছেন। আবার একজনকে দেখা গেছে, বিয়ের পর গোটা শ্বশুরবাড়ির সদস্যদের সেবাযত্ন করতে ব্যস্ত এক নববধূ। সেই ভিডিওগুলি নিয়েও সমালোচনায় সরব হয়েছিলেন নেটিজেনরা। এবারেও অন্যথা হল না।