আজকাল ওয়েবডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের দুটকিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মদ এবং আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ হচ্ছে। রবিবার এই বড় সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিদচন্দ্রন জানিয়েছেন, ১২ শতাব্দীর প্রাচীন প্রভু জগন্নাথদেবের মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য এই পদক্ষেপ করা হচ্ছে।

হরিচন্দ্রন জানিয়েছে, দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে এবং তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আমিষ খাবারের দোকানও খোলা যাবে না।

হরিচন্দ্রন বলেন যে, "আমরা পুরীকে একটি তীর্থ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এটিকে সেরা তীর্থ নগরীগুলির মধ্যে একটি হিসেবে তুলে ধরার জন্য, আমরা বেশ কয়েকটি পদক্ষেপ করতে চলেছি। আমরা শীঘ্রই একটি নীতিমালা তৈরি করব যা মন্দিরের দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মদ বিক্রি নিষিদ্ধ করবে। সেই এলাকায় কোনও বার থাকবে না। তাছাড়া, আমরা বড়া দণ্ডে আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।"

সরকার গ্রান্ট রোডের পাশের সমস্ত বাড়ির উচ্চতা এবং সম্মুখভাগ নিয়ন্ত্রণ করারও পরিকল্পনা করছে, যা বড় দণ্ড নামে পরিচিত। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)-এর আগে গৃহায়ন ও নগর উন্নয়ন বিভাগকে মন্দিরের চারপাশের ভবনগুলির জন্য অভিন্ন নকশার জন্য মানদণ্ড প্রদানের জন্য অনুরোধ করেছিল।

আইনমন্ত্রী বলেন, "আমরা শীঘ্রই বড় দণ্ডের সমস্ত ভবনকে অভিন্ন চেহারা দেওয়ার জন্য একটি পরিকল্পনা প্রকাশ করব। বড় দণ্ডের মুখোমুখি ভবনগুলিকে কীভাবে মানসম্মত করা যায় সে বিষয়ে আমরা কাজ শুরু করেছি। এই অংশের সমস্ত ভবনের জন্য একটি অভিন্ন উচ্চতা এবং একটি সামঞ্জস্যপূর্ণ সামনের উচ্চতা থাকবে। রঙের বিষয়টি নিয়ে আমরা বেসরকারি ভবন মালিকদের সঙ্গেও পরামর্শ করব।"

এক শীর্ষ আমলা বলেছেন, "সকলের মসৃণ স্থানান্তর নিশ্চিত করার জন্য নতুন নিয়মগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে দোকানদারদের আস্থা অর্জনে জোর দেওয়া হবে।"