আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে ফের করোনার থাবা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে আশঙ্কার মেঘ দানা বেঁধেছে। রথে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। ফলে, সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে পুরীর রথযাত্রায় একাধিক বিধিনিষেধ চালু করতে চলেছে ওড়িশা সরকার।

সংক্রমণ রোধ করতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ রথয়াত্রার সময়ে পুরী ভ্রমণে ভক্তদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। যাদের কোভিড-১৯ এর লক্ষণ রয়েছে তাদের এবার প্রভু জগন্নাথের রথযাত্রার সময় পুরী ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বয়স্ক ব্যক্তি এবং অন্য়ান্য় রোগে আক্রান্ত ব্যক্তিদের এই বছর উৎসবে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা পরিচালক অমরেন্দ্র নাথ মোহান্তি সাংবাদিকদের বলেন, রথযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মাস্ক ব্যবহার করা উচিত এবং সঠিকভাবে হাত স্যানিটাইজ করা উচিত। 

অমরেন্দ্র নাথ মোহান্তির দাবি রথের আগে পুরীতে গত কোভিড-১৯ মহামারীর সময় তৈরি হওয়া আইসিইউ-গুলি পুনরায় চালু করার জন্য পদক্ষেপ করা হচ্ছে। পুরীর জেলা সদর হাসপাতালে অতিরিক্ত শয্যা সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে আরও চিকিৎসক মোতায়েন করা হয়েছে। পুরী জেলা হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী এবং সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে।

স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা হাসপাতাল পরিদর্শন করে রথযাত্রার আগে ব্যবস্থা কীরকম হচ্ছে তা খতিয়ে দেখেছেন।

উল্লেখ্য, শুক্রবার ওড়িশায় এই মরসুমে করোনা সংক্রমণের সংখ্যা ৩০-এ পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় সাতজন সংক্রামিত হয়েছেন। জনস্বাস্থ্য পরিচালক নীলকান্ত মিশ্র জানিয়েছেন যে, রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সক্রিয় সংক্রামিতের সংখ্যা ২৩ জন এবং সাতজন রোগী সংক্রমণ থেকে সেরে উঠেছেন। তবে, সংক্রামিতদের কারোর শারীরিক অবস্থাই গুরুতর নয়।