আজকাল ওয়েবডেস্ক: নবরাত্রী চলছিল। সেই সময় একটি খাবার সরবরাহকারী সংস্থার অ্যাপে নিরামিষ বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন নয়ডার বাসিন্দা ছায়া শর্মা। সময় মতো সেই খাবার যুবতীর হাতে পৌঁছে ছিলও ঠিক সময়ে। কিন্তু, মহা আনন্দে সেই খাবার খেতে গিয়েই বিপত্তি। সামনে আসে বড় অঘটন। ছায়া দেখেন তাঁকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে। যা না জেনেই কয়েক গরস খেয়ে সত্য উপলব্ধি করেছেন তিনি।

ছায়ার দাবি, এটা কোনও ভুল নয়। যে দোকান থেকে বিরিয়ানি এসেছে এটা তাদের 'ইচ্ছাকৃত' অপরাধ। তিনি জানিয়েছেন, নয়ডার সেক্টর ২-এর আম্রপালি লেজার ভ্যালির  লখনউই কাবাব পরান্থা রেস্তোরাঁ থেকে তিনি নিরামিষ বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ছায়া শর্মা দাবি করেছেন, তিনি একজন খাঁটি নিরামিষাশী। ভাইরাল ভিডিএও-তে তাঁকে কাঁদতে কাঁদতে বলতে শোনা যাচ্ছে যে, "আমি সুইগি থেকে একটি নিরামিষ বিরিয়ানি অর্ডার করেছি। লখনউই কাবাব পরান্থা রেস্তোরাঁটি, সেক্টর ২-এর আম্রপালি লেজার ভ্যালিতে অবস্থিত। কিন্তু আমি অমিষ বিরিয়ানি পেয়েছি।"

এরপর মহিলাকে বলতে শোনা যাচ্ছে, "এমনকি আমি সেই বিরিয়ানি এক-দু গরস মুখেও দিয়েছি। আমি একজন খাঁটি নিরামিষাশী,, চিন্তা করুন ওরা আমাকে নবরাত্রিতে আমিষ বিরিয়ানি পাঠিয়েছিল।" তিনি অভিযোগ করেছেন যে, এটি একটি "ইচ্ছাকৃত" গোলমাল ছিল এবং দাবি করেন, "অর্ডার দেওয়ার পরে, রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা আমার ফোনের উত্তর দেয়নি।"

 

?ref_src=twsrc%5Etfw">April 7, 2025

পুলিশ জানিয়েছে যে, রেস্তোরাঁর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টির তদন্ত চলছে। 

 

?ref_src=twsrc%5Etfw">April 7, 2025