আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারেই শৌচালয় থেকে একনাগাড়ে ভেসে আসছে কান্নার আওয়াজ। প্রথমে শুনতে পেয়েছিলেন পথচারীরা। তাঁরাই খবর দেন সাফাইকর্মীদের। শেষমেশ শৌচালয়ের এক পাশে রাখা বালতি উল্টে যা দেখলেন, তাতেই চোখ ছানাবড়া হয়ে যায় সকলের। বালতির নীচে পড়েছিল এক সদ্যোজাত কন্যাসন্তান। সাফাইকর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে আছে সদ্যোজাত। দেবীপক্ষে এই ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ।
সর্বভারতীয় সংবাদপত্র সূত্রে খবর, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তামিল নাড়ুতে। মায়িলাদুথুরাইয়ে একটি বাস স্ট্যান্ডের পাশের শৌচালয় থেকে সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করেন সাফাইকর্মীরা। তড়িঘড়ি করে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দ্রুত সদ্যোজাতর চিকিৎসা শুরু করেন। বর্তমানে সদ্যোজাতর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এই ঘটনার পরেই থানায় অভিযোগ জানিয়েছেন সাফাইকর্মীরা। কে বা কারা সদ্যোজাত কন্যাসন্তানকে শৌচালয়ে ফেলে রেখে গেল, কে তার মা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের খোঁজ পাওয়া যায়নি। সাধারণ মানুষকে তদন্তে সহায়তার আবেদন করেছে পুলিশ।
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই তামিলনাড়ুতে আরও একটি জেলায় বাড়ির পিছন থেকে সদ্যোজাত কন্যাসন্তানকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরপর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিল নাড়ুতে।
