আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, দিন কয়েকআগে মুম্বই বিমানবন্দরের শৌচালয়ে উদ্ধার হয়েছিল এক সদ্যোজাতর দেহ। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ পায় নাবালিকার। গোটা ঘটনা সম্পর্কে ১৬ বছরের তরুণী যা জানিয়েছে, শুনলে অবাক হবেন।
বয়স ১৬, সাত মাসের অন্তঃস্বত্বা, গোটা ঘটনা প্রসঙ্গে পুলিশকে জানিয়েছে, সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই কারণেই ট্রেন ভ্রমণ এড়িয়ে বিমানে করে যাচ্ছিলেন রাঁচি, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে। তবে উড়ানের বেশকিছুক্ষণ আগেই আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। মাকে সঙ্গে নিয়ে শৌচাগারে যেতেই জন্ম হয় সন্তানের। তার দাবি, মিসক্যারেজ হয়। সন্তান নয়, ভ্রূণ, কী করবে সেই মুহূর্তে? গোটা ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন তরুণীর মা। পুলিশকে জানিয়েছেন, তিনি মেয়েকে সাহায্য করেছিলেন জন্ম নেওয়া সন্তানের দেহ ডাস্টবিনে ফেলতে। মা-মেয়ে দু’ জনেই জানিয়েছেন, বিমানবন্দরের ঘটনার দু’দিন আগে তরুণী আচমকা পড়ে গিয়েছিলেন।
পুলিশ তদন্ত চালাচ্ছে, অপেক্ষা ময়নাতদন্তের। তারপরেই বুঝতে পারা যাবে, সন্তানের জন্ম প্রসঙ্গে যে তথ্য দিচ্ছে মা, তা সঠিক কি না, অর্থাৎ মিসক্যারেজ, ভ্রূণ তথ্য সঠিক কি না।
পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েকদিনের মাথায় সিসিটিভি ফুটেজ থেকে এই দু’জনকে খুঁজে বের করে, টিকিট ডিটেলস থেকে বাকি তথ্য উদ্ধার করেছে তারা। একই সঙ্গে জানা গিয়েছে, তরুণী যাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয়েছে। গোটা ঘটনা প্রসঙ্গে মা-মেয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ।
