আজকাল ওয়েবডেস্ক: পণের দাবি মেটাতে না পারায় শ্বশুরবাড়ির লাগাতার নির্যাতন। সহ্য করতে না পেরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন ২১ বছরের এক তরুণী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায়। তরুণীর এহেন পরণতি দেখে চমকে উঠেছে দেশ। 

পুলিশ সূত্রে খবর, পণের দাবি হিসাবে একটি 'মুররা' মোষ চেয়েছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। এই বিশেষ প্রজাতির মোষটির বাজারদর প্রায় ২ লক্ষ টাকা। সেই দাবি না মেটানোয় ওই তরুণীর উপর অকথ্য অত্যাচার চালানো হত বলে অভিযোগ।

 

এই ঘটনায় মৃতার স্বামী-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ পণের জন্য নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বিমলেশ বাঘেল। খবর অনুযায়ী চলতি বছরের ৩১ জানুয়ারি মাধোগঞ্জের বাসিন্দা দীনেশ বাঘেলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

আরও পড়ুন: মাসের পর মাস অন্তঃসত্ত্বা হওয়ার নাটক, শেষে পুতুলকে সন্তান বলে দাবি যুবতীর! মানসিক রোগ না সস্তা জনপ্রিয়তার আশা? তুঙ্গে বিতর্ক

 

পুলিশ জানিয়েছে, বিয়ের পর থেকেই দীনেশের পরিবার তাদের ডেয়ারি ব্যবসার জন্য বিমলেশের উপর একটি 'মুররা' মোষ নিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করে। বিমলেশের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, এই নিয়ে তরুণীর উপর লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন চলত।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, মৃতার পরিবারের এক সদস্য পুলিশকে জানিয়েছেন, "আমাদের পোষা মোষটা চেয়ে ওরা প্রায় প্রতিদিনই ওকে (বিমলেশকে) মারধর করত।আমার মেয়ে প্রায়ই কাঁদতে কাঁদতে ফোন করত, কিন্তু কোনও অভিযোগ দায়ের করতে রাজি ছিল না।"

আরও পড়ুন: চড় মেরেছিলেন মালিক! বদলা নিতে তাঁর পাঁচ বছরের ছেলেকে থেঁতলে খুন বাড়ির গাড়িচালকের

 

পুলিশের বক্তব্য, গত ২০ সেপ্টেম্বর এই নির্যাতন চরমে পৌঁছয়। পরের দিনই, অর্থাৎ ২১ সেপ্টেম্বর, বিমলেশ অ্যাসিড খান। এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

কিন্তু অভিযোগ, ঘটনার প্রায় এক মাস পর, গত ১৭ অক্টোবর পুলিশ এফআইআর দায়ের করে। স্বামী দীনেশ বাঘেল, শ্বশুর ইমরাত বাঘেল, শাশুড়ি বিদ্যা বাই, ভাসুর হরিসিংহ এবং ননদ ভাবনা বাঘেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও অভিযুক্তরা সকলেই বর্তমানে পলাতক।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "পণের এই লাগাতার দাবিই ওই বধূকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।"