আজকাল ওয়েবডেস্ক: লোকাল ট্রেনে আচমকা বাজি বিস্ফোরণ। চলন্ত ট্রেনেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণের জেরে দাউদাউ আগুন ছড়িয়েছে গোটা কামরায়। দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সন্ধেয় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। যাত্রীবাহী লোকাল ট্রেনটি জিন্দ থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল। রোহতকের কাছে ট্রেনের মধ্যে হঠাৎ আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় কামরা। তৎক্ষণাৎ ট্রেনটি থামান চালক। অন্য কামরায় আগুন ছড়ানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। 

 

পুলিশ সূত্রে খবর, লোকাল ট্রেনের ওই কামরায় এক যাত্রী আতশবাজি নিয়ে যাত্রা করছিলেন। ট্রেনে প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এরপর আতশবাজিতে আগুন লাগতেই বিস্ফোরণ হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ে কামরায়। অগ্নিকাণ্ডের জেরে চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রসঙ্গত, ট্রেনে বাজি নিয়ে চলাচল করা নিষিদ্ধ। চলন্ত ট্রেনে বাজি বিস্ফোরণের ঘটনায় আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। 

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রেল দুর্ঘটনার একাধিক ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। কখনও রেললাইনের উপর থেকে বিদ্যুৎবাহী তার, গ্যাস সিলিন্ডার, পাথর উদ্ধার করা হয়েছে। এরপরই উৎসবের আবহে লোকাল ট্রেনে বাজি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছাড়ল।