আজকাল ওয়েবডেস্ক: দিল্লি এবং এর সংলগ্ন এনসিআর অঞ্চলে অবশেষে বর্ষার দেখা মিলল। হালকা বৃষ্টিপাতের মাধ্যমে শুরু হয়েছে। বিগত কয়েকদিনের দীর্ঘস্থায়ী তাপ এবং আর্দ্রতা থেকে স্বস্তি। বৃষ্টিতে ভরা মেঘ সমগ্র দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমীর আগমনকে চিহ্নিত করছে। ৮ জুলাই প্রত্যাশিত তারিখের নয় দিন আগে বর্ষার আগমন।
রবিবার ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) নিশ্চিত করে ২৯ জুনের মধ্যে বর্ষা আনুষ্ঠানিকভাবে গোটা ভারতে নামবে। এটি ৮ জুলাই প্রত্যাশিত সময়সূচীর প্রায় নয় দিন আগে। দিল্লি-এনসিআরের বাসিন্দারা রবিবার মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাত নিয়ে দিন শুরু করে। অর্থাৎ গ্রীষ্মের তীব্রতা থেকে মুক্তি।
আইএমডি অনুসারে, রবিবার রাজস্থান পশ্চিম উত্তর প্রদেশ হরিয়ানা এবং সমগ্র দিল্লির বাকি অংশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। দ্রুত আগমনের ফলে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে কৃষি এবং জলাধারের উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে, বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগামী দিনগুলিতে রাজধানী শহরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
বর্ষা প্রথম কেরালায় এসে পৌঁছয় ২৪শে মে। স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ আগে। সেখান থেকে এটি দ্রুত উত্তর দিকে প্রবাহিত হয়ে ২৬শে মে মুম্বাইতে পৌঁছয়। ২৫ বছরে এই প্রথম। এ বছর বর্ষা শুরুর আগে দেশের অনেক জায়গায় মে মাসে তীব্র প্রাক-বর্ষা বৃষ্টিপাত হয়েছিল। মূলত পশ্চিমা ঝঞ্ঝার অস্বাভাবিক বৃদ্ধির কারণে।
