আজকাল ওয়েবডেস্ক: কবর থেকে আধ-পোড়া দেহ তুলে দেবতার উদ্দেশ্যে নৃত্য পরিবেশন করলেন সাধুরা! যা দেখলেন মন্দির হাজির বেশ কয়েকজন ভক্ত। ঘটনাটি জানাজানি হতেই বিতর্ক বাধে। পাঁচ সাধুর বিরুদ্ধে এইআইআর দায়ের করেছে পুলিশ। 

ঘটনাটি গত ৬ জুন ঘটেছে, তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার বীরভানাল্লুরের সুদালাইমাদা স্বামী মন্দিরে। এই সময়ে ওই মন্দিরে কোডাই উৎসব হয়। সেই উৎসবেরই একটি রীতি সমকোত্তাই ভেত্তাই। এই রীতি অনুসারে মন্দিরের সাধুরা গভীর রাতে শ্মশানে গিয়ে অর্ধ-পোড়া মৃতদেহ থেকে দেহের অংশ সংগ্রহ করেন। এরপর মন্দিরে ফিরে এসে সেই দেহাংশ নিয়ে দেবতার উদ্দেশ্যে নাচ পরিবেশন করেন।

 

?ref_src=twsrc%5Etfw">June 7, 2025

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্ত পাঁচজনই যাদের সাধু। রবিবার একটি ধর্মীয় আচারের সময় শ্মশানে কবর খুঁড়ে মানবদেহের আধ-পোড়া খুলি এবং শরীরের অন্যান্য অংশ বের করেন। সাধুদের নাচের একটি বিরক্তিকর ভিডিও অনলাইনে প্রকাশিত হয়। ওই ভিডিও-টিতে দেখা যাচ্ছে যে- সাধুরা ছুরি তুলে, দেহের অংশ ধরে নাচছেন এবং বেশ কয়েকজন গ্রামবাসী তাদের দেখছেন।

তিরুনেলভেলি পুলিশ জানিয়েছে যে, এই ধরনের অনুশীলন যদিও ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ কিন্তু পুরোটাই অবৈধ। পুলিশ জানিয়েছে, 'এই সাধুরা কবরস্থানে যান, মানুষের মৃতদেহ খনন করেন এবং তাদের আচার-অনুষ্ঠানের জন্য মৃতদেহের হাত ও পায়ের মতো অংশ ব্যবহার করেন। এটা ঠিক কাজ হয়নি। তাই আমরা একটি এফআইআর নথিভুক্ত করেছি।'  

ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর চারটি ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ধারা ২৭০ (জনসাধারণের উপদ্রব), বিএনএস ২৭২ (সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ), বিএনএস ৩০১ (কবরস্থানে অনুপ্রবেশ), এবং তামিলনাড়ু সম্পত্তি (ক্ষতি ও ক্ষতি প্রতিরোধ) আইনের ধারা ৩।