আজকাল ওয়েবডেস্ক: শ্লীলতাহানির অপবাদে জুতোর মালা পরিয়ে অপমান করা হয়েছিল যুবককে। নয়বছর পর সেই অপমানের শোধ তুলল সে। অপমানের বদলা নিতেই প্রৌঢ়কে কুপিয়ে খুন করল যুবক। শেষমেশ পুলিশের হাতে ধরাও পড়ল। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ হত্যাকাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাবাদে। ধৃতের নাম, মনবীর। পুলিশকে সে জানিয়েছে, নয়বছর আগেকার অপমানের বদলা নিতেই ঘনশ্যাম গিরিকে খুন করেছে সে। আচমকা তাঁর বাড়িতে ঢুকেই ধারাল অস্ত্র দিয়ে মুখে, ঘাড়ে কুপিয়ে খুন করে সে। 

 

মনবীর পুলিশকে জানিয়েছে, নয়বছর আগে গ্রামের মধ্যে আচমকা একটি মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়। ঘনশ্যাম গিরি অভিযোগ করেছিলেন, তাঁর আত্মীয়াকে সে শ্লীলতাহানি করেছে। অভিযোগটা মিথ্যেই ছিল। কিন্তু এরপরই গ্রামের মধ্যে জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় তাকে। গোটা গ্রামের মানুষের কাছে তার নামে কুৎসা রটিয়ে বেড়াতেন। এমনকী তার আত্মীয়দের কাছেও তাকে ঘিরে নানা অভিযোগ জানিয়েছিলেন। 

 

মনবীর জানিয়েছে, গ্রামবাসীরাও তাকে দেখলে ঠাট্টা করতেন। আত্মীয়রাও আসতে আসতে দূরত্ব বাড়াতে শুরু করেন। একবার রটিয়ে দেওয়া হয়, শ্লীলতাহানির কারণেই কেউ তাকে বিয়েও করবেন না। নয়বছরের অপমানের শোধ তুলতেই খুনের পরিকল্পনা করে সে। পুলিশের যাতে সন্দেহ না হয়, তার জন্য বন্ধুর বাড়িতে আগে আড্ডা দিতে যায়। এরপর সেখান থেকে বেরিয়ে ঘনশ্যাম গিরির বাড়িতে গিয়ে খুন করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাজস্থানে পালিয়ে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।