আজকাল ওয়েবডেস্ক: ভরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রক্ত। রক্তাক্ত অবস্থায় দু'পাশে পড়ে রয়েছে এক প্রেমিক যুগল। মাঝরাতে এহেন দৃশ্য দেখেই চমকে উঠেছিলেন পথচারীরা। তাঁদের থেকে খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় যুগল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায়। পুলিশ জানিয়েছে, গতকাল ওই এলাকায় এক যুগল তুমুল অশান্তি করছিল। বচসার মাঝে হঠাৎ ১৯ বছরের তরুণীর উপর ছুরি নিয়ে হামলা করে ২০ বছরের এক তরুণ। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তরুণী। 

এরপরই নিজেকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণ। এই দৃশ্য দেখেই পুলিশে খবর পাঠান পথচারীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে, যুগলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দু'জনেই। তরুণীর মুখে, ঘাড়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তবে দু'জনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ধারায় অভিযুক্ত তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত জারি রয়েছে।