আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের আলিগড় পুলিশ স্টেশনে হৈ হৈ কাণ্ড। চারিদিকে ছুটছেন পুলিশ কর্মীরা। থানার মধ্যে মা-ছেলের বিবাদ মেটাতে গিয়ে বিপাকে পুলিশ। থানার ভিতরেই মায়ের গায়ে আগুন দিল ছেলে।

গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ছবিতে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে থানায় বিবাদ মেটাতে এসেছিলেন পুত্র গৌরব। তবে কথা কাটাকাটির মাঝেই সে তাঁর মায়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় গৌরব। এখানেই শেষ নয়, মাকে জীবন্ত দগ্ধ হওয়ার ভিডিও করে গৌরব।

পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জীব সুমন জানিয়েছেন গৌরবকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা হয়েছে এফআইআর। পারিবারিক বিবাদ মেটাতে থানায় এসেছিলেন দুজনেই। মহিলার গায়ের আগুন নিভিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনার জেরে কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন বলে খবর।