আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর দৃশ্য! রাশি রাশি কুমির তাড়াচ্ছেন একা একটি মানুষ। ওই ব্যক্তির দুঃসাহস দেখে চমকে উঠেছে নেটপাড়া।

জলাশয়ের ধারে রাশি রাশি কুমির।  দিব্যি শুয়েছিল প্রানী গুলি।  কুমিরগুলির সংখ্যাও গুনে শেষ করা যাচ্ছে না।  কুমিরগুলিকে দেখলে যা কারও গা শিউরে উঠবে।  তাতে কি ভয়ডরকে এক প্রকার তুড়ি মেরে উড়িয়ে সব কটা কুমিরকে একাই তাড়াচ্ছেন এক ব্যক্তি। আবার তিনি নিজেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বেলচা হাতে ছুটছে কুমিরগুলির পিছনে। কুমিরগুলিও তাঁকে দেখামাত্রই ভয়ে জলে নেমে পড়ছে। কোনও কুমির আবার একটু বেগড়বাই করলেই  সজোরে বেলচা দিয়ে বাড়ি মারছেন ওই ব্যক্তি। আঘাত পেতেই  কুমিরগুলিও তড়িঘড়ি জলে ঝাঁপ দিচ্ছে। এভাবেই এক এক করে সব কটা কুমিরকে জলে পাঠিয়ে দিলেন ওই ব্যক্তি। ভাইরাল এই ভিডিওটির সত্যতা যাচাই করে নি আজকাল ডট ইন।


এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই তা নিমিষে ভাইরাল হয়ে গিয়েছে। এখনও অবধি এক মিলিয়েনের বেশি মানুষ ভিডিওটি দেখেছে। কমেন্টে নেটিজেনদের তরফে মজার মজার প্রতিক্রিয়া এসেছে। এক ব্যক্তি লিখেছেন, ওই ব্যক্তি জলাশয়ে পড়ে গেলে আরও মজা হবে।'আরেক ব্যক্তি আবার রেগে গিয়ে লিখেছেন, 'এটি কোনও মজার ঘটনা না। রোজ যদি কুমিরগুলির এইরকম করা হয় তাহলে তা অন্যায় হবে।