আজকাল ওয়েবডেস্ক: বিনা পয়সায় কুম্ভে যাওয়ার চ্যালেঞ্জ নিলেন যুবক। তাও আবার সুদূর মুম্বই থেকে। অবশেষে নানান চ্যালেঞ্চের সম্মুখীন হয়ে কুম্ভ পৌঁছেছেনও ওই যুবক। কীভাবে? শুনলে চমকে উঠবেন আপনিও।

কুম্ভে পৌঁছনোর অভিজ্ঞতার সেই ভিডিও সমাজমাধ্যমে নিজেই পোস্ট করেছেন যুবক। ভিডিওটি দেখে যে কেউ বুঝতে পারবেন বিনা পয়সায় কুম্ভে পৌঁছতে ঠিক কতটা কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। যাত্রা করতে করতে এক সময় ওই যুবক রীতিমতো হাপিয়ে উঠেছিলেন। মাঝরাস্তায় কোনওরকমের তাবু খাটিয়ে রাত কাটিয়েছিলেন যুবক। খিদা পেলে কী খাবেন তারও কোনও ঠিকঠিকানা ছিল না। তবুও তিনি হার মানেননি। গন্তব্যে পৌঁছনোর লড়াই জারি রেখেছিলেন। কখনও  ট্রাক, কখনও বাইক কিংবা অন্য কোনও গাড়ির কাছে লিফ্ট চেয়ে অবশেষে গন্তব্যে পৌঁছেছিলেন যুবক। যদিও যাত্রাপথে অনেকেই ওই যুবককে লিফ্ট দিতে রাজি হন নি। আবার অনেক স্বহৃদয় ব্যক্তি তাঁকে সাহায্য করতে রাজি হয়েছেনও। যাত্রাপথে সাহায্যকারী সকল মানুষকে  তিনি ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি তাঁর মন্তব্যে দেশবাসীর ঐক্যের কথাও তুলে ধরেছেন। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Divya Fofani (@divyafofanii)