আজকাল ওয়েবডেস্ক: বিনা পয়সায় কুম্ভে যাওয়ার চ্যালেঞ্জ নিলেন যুবক। তাও আবার সুদূর মুম্বই থেকে। অবশেষে নানান চ্যালেঞ্চের সম্মুখীন হয়ে কুম্ভ পৌঁছেছেনও ওই যুবক। কীভাবে? শুনলে চমকে উঠবেন আপনিও।
কুম্ভে পৌঁছনোর অভিজ্ঞতার সেই ভিডিও সমাজমাধ্যমে নিজেই পোস্ট করেছেন যুবক। ভিডিওটি দেখে যে কেউ বুঝতে পারবেন বিনা পয়সায় কুম্ভে পৌঁছতে ঠিক কতটা কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। যাত্রা করতে করতে এক সময় ওই যুবক রীতিমতো হাপিয়ে উঠেছিলেন। মাঝরাস্তায় কোনওরকমের তাবু খাটিয়ে রাত কাটিয়েছিলেন যুবক। খিদা পেলে কী খাবেন তারও কোনও ঠিকঠিকানা ছিল না। তবুও তিনি হার মানেননি। গন্তব্যে পৌঁছনোর লড়াই জারি রেখেছিলেন। কখনও  ট্রাক, কখনও বাইক কিংবা অন্য কোনও গাড়ির কাছে লিফ্ট চেয়ে অবশেষে গন্তব্যে পৌঁছেছিলেন যুবক। যদিও যাত্রাপথে অনেকেই ওই যুবককে লিফ্ট দিতে রাজি হন নি। আবার অনেক স্বহৃদয় ব্যক্তি তাঁকে সাহায্য করতে রাজি হয়েছেনও। যাত্রাপথে সাহায্যকারী সকল মানুষকে  তিনি ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি তাঁর মন্তব্যে দেশবাসীর ঐক্যের কথাও তুলে ধরেছেন। 
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Divya Fofani (@divyafofanii)
 
 
 ১২ ফেব্রুয়ারি রওনা দিয়েছিলেন ওই যুবক। তাঁর ঠিক ২দিন সময় লেগেছিল প্রয়াগরাজে পৌঁছতে। যাত্রাপথে ফোফানি নামে ওই যুবকের হাতে ছিল একটি প্ল্যাকার্ড। তাতে 'লিফ্ট' শব্দটি লেখা ছিল। মূলত গাড়ি চালকদের থেকে লিফ্ট চাইতে ওই প্ল্যাকার্ডটি সঙ্গে রেখে ছিলেন তিনি। যথারীতি প্ল্যাকার্ড দেখে চালকেরা লিফ্ট দিয়েছিলেনও তাঁকে। এভাবেই ১৫০০ কিমি পথ অতিক্রম করে থানে থেকে নাগপুরে পৌঁছেছিলেন তিনি। যুবকের কথায়, সেখান থেকে মধ্যপ্রদেশের জবলপুরের পথ খুব একটা কঠিন হয়নি তাঁর জন্য। এরপর জবলপুর থেকে প্রয়াগরাজ পৌঁছতে তাঁকে কিছুটা কাঠখড় পোড়াতে হয়েছিল। যাত্রাপথে নানা সমস্যার সম্মুখীন হয়ে অবশেষে তিনি কুম্ভে গিয়ে পুন্যস্নান সারতে পেরেছেন।  
এরপর ভ্রমণের সেই অভিজ্ঞতার ভিডিও পোস্ট করা মাত্রই তা নিমিষে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভরে যায় লাইক কমেন্টসে।