আজকাল ওয়েবডেস্ক: নিজের কাছে যদি নিজের সম্মান না থাকে তাহলে দুনিয়া তাকে সম্মান দেয় না। জীবনের প্রতিটি সময় এই এক গল্প বারে বারে প্রমাণিত হয়েছে। ভারতের মাটিতে ফের একবার সেই একই গল্প সকলের সামনে চলে এল। 


দমনে একটি ভিডিও এখন সর্বত্র ভাইরাল হয়েছে। সেখানে একটি ছোটো ছেলে সমুদ্রের ধারে বসে পাঁপড় বিক্রি করছিল। সেই টাকা নিয়ে সে চলে যাবে নিজের ঘরে। তার টাকা থেকেই হয়তো চলবে তাদের সংসার। তবে এবারেই চমক। 


প্রথমে ক্রেতা ছেলেটিকে প্রশ্ন করে কেমন চলছে সকাল থেকে ব্যবসা। সেটি শুনে ছেলেটি বসে সকাল থেকে একটি পাঁপড়ও বিক্রি হয়নি। এরপর সেই ক্রেতা তার থেকে পাঁপড় কিনে নিতে চায়। তখন ছেলেটি বলে প্রতিটি পাঁপড়ের প্যাকেটের দাম ৩০ টাকা। 


বিক্রি না হচ্ছে দেখে ক্রেতাটি ছেলেটিকে বলে সে যেন ৫ টাকা দিয়েই পাঁপড়ের প্যাকেটটি দিয়ে দেয়। তবে সেটি করতে চায় না সেই ছেলেটি। এরপর ছেলেটিকে দয়া করে ৫০০ টাকা দিতে চায় ক্রেতা। সেটিও সে নিতে অস্বীকার করে। ক্রেতার মুখের উপর সে সরাসরি বলে দেয় কাজ করে খাই, ভিক্ষা করি না। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by YouNick Viral Trust (@younickviraltrust)