আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটির কাহিলিপাড়ার কল্যাণী নগর এলাকায় থাকতেন নবজ্যোতি তালুকদার ও সুশ্মিতা দাস নামে এক যুগল। তাঁদের লিভ-ইন সম্পর্ক। গত কয়েক মাস ধরে দু'জনের মধ্যে মনোমালিন্য চরমে পৌঁছেছিল। প্রায়ই ঝামেলা হত। বুধবার রাতেও ঘটে একই ঘটনা। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। 

যুগলের মধ্যে তুমুল ঝগড়ার পরই নবজ্যোতি তাঁর লিভ-ইন পার্টনার সুশ্মিতাকে আটকে রেখে আত্মঘাতী হন। প্রাথমিক তদন্তে পুলিশের এমনই অনুমান। বিষয়টি আঁচ করে সুশ্মিতা ফোন করে পুলিশে খবর দেন। এরপর তিনিও হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন বলে অনুমান তদন্তকারীদের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুশ্মিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। অন্য একটি ঘর থেকে নবজ্যোতির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সুশ্মিতাকে গুয়াহাটির হায়াত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুয়াহাটি পুলিশের একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক বলেন, "লোকটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। মহিলাটি আমাদের জরুরি ফোন করেছিলেন এবং আমরা প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুস্মিতা দাস একটি বৈদ্যুতিন সংবাদ চ্যানেলে কাজ করেন। আমরা আমাদের তদন্ত শুরু করেছি।"