আজকাল ওয়েবডেস্ক: ফের বড়সড় ট্রেন দুর্ঘটনার ছক বানচাল। এবার উত্তর প্রদেশে। রেললাইনে পরপর রাখা ছিল লোহার রড। লোকো পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেলেও, ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার রাতে। ললিতপুর জেলায়। দেলওয়ারা স্টেশনের কাছেই রেললাইনে লোহার রডগুলো রাখা ছিল। ১২৬২৪ পাতাল এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর গেটম্যান ট্রেনটি থামাতে বলেন। গেটম্যানের থেকে খবর পেয়ে ট্রেনটি থামান চালক। সেই সময়ে ট্রেন না থামালে বড়সড় দুর্ঘটনাটি ঘটতে পারত। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দেলওয়ারা স্টেশনের স্টেশন মাস্টার থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত করতেই রেললাইনের উপর লোহার রড রাখা ছিল। তদন্তে নেমে পুলিশ দেখে, ওই রেললাইনের অদূরেই রেলকর্মীরা লোহার রড সহ আরও কিছু সামগ্রী ফেলে রেখেছিলেন। 

 

সত্যম যাদব নামের এক যুবক সেখান থেকে লোহার রড চুরি করে বিক্রি করে দিতেন প্রায়শই। বৃহস্পতিবার রাতেও ওই এলাকা থেকে লোহার রড চুরি করে বিক্রি করতে যাচ্ছিলেন। আচমকা পাতাল এক্সপ্রেস ছুটে আসছে দেখেই লাইনে লোহার রড ফেলে তিনি পালিয়ে যান। এই ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।