আজকাল ওয়েবডেস্ক: ক্যাশ অন ডেলিভারিতে আইফোন অর্ডার করেছিল এক যুবক। আইফোন হাতে পেয়েই চরম পদক্ষেপ করল সে। ডেলিভারি বয়কে টাকা দেওয়ার পরিবর্তে তাঁকে কুপিয়ে খুন করল সে। এরপর দেহটি বস্তাবন্দি করে ভাসিয়ে দেয় খালে। হত্যাকাণ্ডের আটদিন পরেও মৃতদেহটি খুঁজে পায়নি পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হত্যাকাণ্ডটি ঘটেছে ২৩ সেপ্টেম্বর। চিহ্নহাটের গজনান নামের একজন ব্যক্তি ফ্লিপকার্ট থেকে দেড় লক্ষ টাকার আইফোন অর্ডার করেছিল। এবং ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অপশন বেছে নিয়েছিল। সেদিন দেড় লাখের আইফোন পৌঁছে দিতে গিয়েছিলেন ভরত। আইফোন হাতে নিয়েই ডেলিভারি বয়কে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে গজনান ও তার সহযোগী। 

 

এরপর ভরতের দেহটি বস্তাবন্দি করে ইন্দিরা খালে ভাসিয়ে দেয় তারা। পুলিশ জানিয়েছে, এই ঘটনার দুইদিন পর্যন্ত ভরতের কোনও খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ২৫ সেপ্টেম্বর থানায় অভিযোগ জানানোর পর, খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। এরপর ভরতের ফোন উদ্ধার করে, সেখান থেকে গজনানের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। জেরায় অভিযুক্তরা খুনের ঘটনাটি স্বীকার করে নিয়েছে। খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেলিভারি বয়ের দেহটি খুঁজতে শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও।