আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার আগেই ওড়িশায় পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে মহা-বিপত্তি। ভগবান জগন্নাথ, বলরাম ও শুভদ্রার ঔষধি নৈবেদ্য 'দশমূল মোদক' মন্দির প্রাঙ্গণ থেকে চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। 'দশমূল মোদক' প্রভুর ভেষজ ঔষধি বলে পরিচিত।

সোমবার, দ্বাদশ শতাব্দীর মন্দিরের একজন প্রবীণ সেবায়েত হলধারা দাসমহাপাত্র শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (এসজেটিএ) কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, রাজা বৈদ্য, একদল সেবায়েত 'দশমূল মোদক' প্রস্তুত করেছিলেন। মন্দির প্রাঙ্গণের গারদাঘরা কক্ষে সংরক্ষিত ছিল ৩১৩টি 'দশমূল মোদক'। সেখান থেকেই ৭০টি খোয়া গিয়েছে। শনিবার চুরির ঘটনাটি লক্ষ্য করা যায়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। এই ভেষজ ওষুধেই তাঁদের ব্যাধি ঠিক হয়। কিন্তু ওষুধ হারিয়ে যাওয়ায় কীভাবে এখন আচারটি সম্পন্ন করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন হলধারা দাসমহাপাত্র। তিনি আরও বলেন, "এটি একটি গুরুতর এবং ক্ষমার অযোগ্য কাজ। মন্দিরের ইতিহাসে এমনটি কখনও ঘটেনি। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA) অবশ্যই তদন্ত করা উচিত এবং দায়ীদের শাস্তি দেওয়া উচিত। মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা উচিত।"

শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের একজন কর্তা নিশ্চিত করেছেন যে, অভিযোগটি পরীক্ষা করার জন্য অভ্যন্তরীণ তদন্ত চলছে।

১১ জুন স্নানযাত্রা, ওই পূর্ণিমায় দিব্য স্নানের পর থেকে, ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা জনসাধারণের দৃষ্টির বাইরে, মন্দিরের বিচ্ছিন্ন কক্ষ, অনাসরা ঘরে সুস্থ হয়ে উঠছেন। ২৬ জুন, রথযাত্রার একদিন আগে, দর্শনের জন্য পুনরায় তাঁদের আবির্ভূত হওয়ার কথা রয়েছে।