আজকাল ওয়েবডেস্ক: বিয়ের থেকেও বর্তমানে জনপ্রিয় হয়েছে লিভ ইন সম্পর্ক। তবে এখনও অনেক জায়গায় একটু চোখ ট্যাঁড়া করে রাখা হয় লিভ ইনের নাম শুনলে। কিন্তু জানেন কি এই প্রথা রয়েছে প্রাচীনকাল থেকেই, তাও আবার ভারতে।
প্রাচীনকাল থেকেই এক বিশেষ ধরনের উপজাতিরা বসবাস করেন রাজস্থানে। গুজরাতেও কিছু এই প্রজাতির দেখা মেলে। মূলত বনে বসবাস এদের। গারাসিয়া হল ভারতের একটি আদিম উপজাতি এদের সংস্কৃতি এবং জীবনচর্চা অন্য আদিম অধিবাসীদের ক্ষেত্রে আলাদা। রংচঙে পোশাক, হাতের তৈরি গয়না পরে এবং নাচ, গান করেই বছরের বেশিরভাগ দিন কাটে তাদের।
এরা প্রগতিশীল দৃষ্টিভঙ্গি রাখেন জীবনের ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে মেয়েদের থাকে স্বামী নির্বাচনের সুযোগ। রাজস্থানের গারাসিয়া উপজাতিদের এক মেলা হয়।সেখানে বিবাহ উপযুক্ত সকলে এই মেলায় যায়। সেখানে গিয়ে ছেলে মেয়ের উভয়কে পছন্দ হলে তারা মেলা থেকে পালিয়ে যায়। এরপর তাঁরা বিয়ে না করে থাকতে শুরু করে একসঙ্গে। এই সময়ে তাদের সন্তান হলে তারা গ্রামে ফিরে আসে। তখন তাদের বাবা-মা খুব আড়ম্বরে বিয়ে দেয়।
কবে থেকে এই বিশেষ জাতিতে চালু রয়েছে এইরকম অভিনব বিবাহ? জানা যাচ্ছে, এই প্রথা বহু শতাব্দী প্রাচীন।বহুকাল আগে এক পরিবারে চার ভাই ছিল। সেই চার ভাইয়ের মধ্যে তিনজন ভারতীয় রীতি অনুযায়ী বিয়ে করেছিলেন এবং একজন ভাই বিয়ে না করেই মেয়ের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। সেই তিন ভাইয়ের সন্তান ছিল না, কিন্তু চতুর্থ ভাইয়ের একজন সন্তান হয়। তখন থেকেই এই উপজাতির মধ্যে বসবাসের প্রথা শুরু হয়।
জানা গিয়েছে, গারাসিয়া নারীরা চাইলে প্রথম সঙ্গী থাকা সত্ত্বেও পরবর্তী মেলায় অন্য সঙ্গী বেছে নিতে পারেন। তবে সেক্ষেত্রে নতুন সঙ্গীর সঙ্গে জীবন শুরু করার আগে তাদের প্রাক্তন অংশীদারদের ক্ষতিপূরণ দেওয়া হয়। কিছু ক্ষেত্রে, দম্পতিরা এমনকি বাচ্চা জন্মানোর পরও বিয়ে ছাড়া একসঙ্গে বসবাস চালিয়ে যেতে পারেন।
