আজকাল ওয়েবডেস্ক: এমনিতেই মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে, সঙ্গে প্রতি রবিবার বন্ধ থাকে ব্যাঙ্কের দরজা। আগস্ট মাসেও এই শনি রবি ছাড়া, বিশেষ দিন, অনুষ্ঠান মিলিয়ে নানা রাজ্যে ব্যাঙ্ক বন্ধ ছিল অনেকগুলি দিনই। আগস্ট শেষের মুখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেপ্টেম্বরে ব্যাঙ্ক কতদিন বন্ধ থাকবে, সেই তালিকা প্রকাশ করেছে।
দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছাড়াও, রবিবার, পাবলিক হলিডে এবং রাজ্য ভিত্তিক নিজস্ব অনুষ্ঠানের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে মাসের অনেকগুলি দিনই।
জাতীয় এবং স্থানীয় ব্যাঙ্ক ছুটির যে তালিকা প্রকাশ পেয়েছে -
১ সেপ্টেম্বর- রবিবার।
৪ সেপ্টেম্বর- শ্রীমন্ত শঙ্করদেবার তিরুভব তিথি, ব্যাঙ্ক বন্ধ গুয়াহাটিতে।
৭ সেপ্টেম্বর- গণেশ চতুর্থী, ব্যাঙ্ক বন্ধ থাকবে আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ওড়িশা, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, ভুবনেশ্বর, চেন্নাই। মুম্বই, নাগরপুর, পানাজিতে।
৮ সেপ্টেম্বর- রবিবার
১৪ সেপ্টেম্বর- ওনাম। রাঁচি এবং কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫ সেপ্টেম্বর- রবিবার।
১৬ সেপ্টেম্বর- ইদ-ই-মিলাদ। ব্যাঙ্ক বন্ধ থাকবে আমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, নাগরপুর, নয়া দিল্লি, দেরাদুন, অন্ধ্রপ্রদেশ, জম্মু, ইম্ফল, কানপুর, কচি, শ্রীনগর, তেলেঙ্গানা, তিরুবন্তপুরম, লখনউ-এ
১৭ সেপ্টেম্বর- ব্যাঙ্ক বন্ধ থাকবে গ্যাংটক, রাইপুরে।
১৮ সেপ্টেম্বর- গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২০ সেপ্টেম্বর- ইদ-ই-মিলাদ-উল-নবি, ব্যাঙ্ক বন্ধ থাকবে জম্মু, শ্রীনগরে।
২১ সেপ্টেম্বর- তিরুবন্তপুরম, কোচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২২ সেপ্টেম্বর- রবিবার।
২৩ সেপ্টেম্বর- মহারাজা হরি সিং এর জন্মবার্ষিকী। ব্যাঙ্ক বন্ধু থাকবে জম্মু, শ্রীনগরে
২৮ সেপ্টেম্বর- চতুর্থ শনিবার।
২৯ সেপ্টেম্বর- রবিবার।
