আজকাল ওয়েবডেস্ক : এলআইসি জীবন অক্ষয় পলিসিতে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে মিলবে ভাল রিটার্ন। অবসরের পর এখান থেকে রেগুলার পেনশন পাবেন। এখানে বিনিয়োগ করতে হলে ৩০ থেকে শুরু করে ৮৫ বছর পর্যন্ত ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন। যদি সঠিকভাবে নিজের ভবিষ্যত এবং অবসরকে নিশ্চিত করতে চান তাহলে এখানে বিনিয়োগ করতেই পারেন।
এই স্কিমের মধ্যে যেকেউ নিজেদের টাকা বিনিয়োগ করতে পারেন। নিম্ন মধ্যবিত্তরাও এখানে বিনিয়োগ করে ভাল লাভ তুলতে পারেন। যদি টাকার পরিমান কম থাকে তাহলে আপনি জীবন অক্ষয় পলিসিতেও টাকা বিনিয়োগ করতে পারেন। যদি মাঝখানে টাকা দিতে না পারেন তাহলে পরে পেনাল্টি দিয়ে ফের একবার নিজের টাকা এখানে রাখতে পারবেন। এখান থেকেও আপনি পেতে পারেন রেগুলার পেনশন।
এলআইসি জীবন অক্ষয় পলিসিতে সবথেকে কম আপনি ১ লক্ষ টাকা রাখতে পারেন। এর চেয়ে বেশি টাকা যদি রাখতে পারেন সেটাও রাখতে পারবেন। এখানে প্রতি মাসে, তিন মাসে, ছমাসে এবং বছরের হিসাবে সুদ পাবেন।
যদি এখানে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে অবসরকালে ১২ হাজার টাকা পেনশন পাবেন। যদি এই স্কিমে আপনি ৪০ লক্ষ টাকা দিতে পারেন তাহলে আপনি মাসে ২০ হাজার টাকা করেও পেনশন পেতে পারেন।
এই অ্যাকাউন্ট আপনি একা খুলতে পারেন বা অন্যের সঙ্গে জয়েন্ট করেও খুলতে পারেন। রয়েছে ট্যাক্স বেনিফিটের ব্যবস্থাও। এখানে বিনিয়োগ করতে হলে ৩০ বছর বয়স হতেই হবে। সবথেকে বেশি বয়স হতে পারে ৮৫ বছর পর্যন্ত। যদি মনে করেন তাহলে বাড়িতে বসেই সমস্ত তথ্য জানতে পারবেন। আর যদি সেটা না করতে ইচ্ছা হয় তাহলে কাছের এলআইসি অফিস বা এজেন্টের কাছে গিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করে নিজের টাকা সুরক্ষিত করতে পারেন এবং অবসরকে করতে পারেন নিশ্চিন্ত।
