আজকাল ওয়েবডেস্ক : ওয়েনাডে তাণ্ডব করেছে প্রকৃতি। শেষ করে দিয়েছে সব। বলি হয়েছে প্রচুর মানুষ। অনেক মানুষ সব হারিয়েছে। কিন্তু মানুষের পাশাপাশি ওদের কোথাও তো একটু ভাবতে হবে। যে সব গবাদি পশু রয়েছে সেখানে তাঁদের জন্য কোনও কিছু কম করছে না প্রশাসন।
ধসে আহত পশুদের জন্য তৈরী করা হয়েছে অস্থায়ী হাসপাতাল। সেখানে তাঁদের চিকিৎসা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছে সমস্ত পশুদের উপযুক্ত চিকিৎসা করার পর তাদেরকে তাদের মালিকের হাতে তুলে দেওয়া হবে। বিভিন্ন পশু হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে এসে তাদের উপযুক্ত চিকিৎসা করা হচ্ছে। একটি ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাদের পশু হারিয়েছে তারা এখানে এসে নিজেদের নাম লেখাছেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করবে সরকার। এই তালিকায় নানা ধরণের পশু রয়েছে।
ওয়েনাড জুড়ে এখন শুধু হাহাকার। ইতিমধ্যে মারা গিয়েছেন ৩৫০ জন। আহত আরও অনেক। নিখোঁজ রয়েছেন ১০০ জন। এখানে প্রতি বাড়িতে পশু রয়েছে। তাদের সঠিক দেখভাল হলে তবে তারা আগের অবস্থায় ফিরবে। মানুষের জন্য তো সব করেছে প্রশাসন। এবার অসহায় পশুদের পালা।
ধসে আহত পশুদের জন্য তৈরী করা হয়েছে অস্থায়ী হাসপাতাল। সেখানে তাঁদের চিকিৎসা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছে সমস্ত পশুদের উপযুক্ত চিকিৎসা করার পর তাদেরকে তাদের মালিকের হাতে তুলে দেওয়া হবে। বিভিন্ন পশু হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে এসে তাদের উপযুক্ত চিকিৎসা করা হচ্ছে। একটি ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। যাদের পশু হারিয়েছে তারা এখানে এসে নিজেদের নাম লেখাছেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করবে সরকার। এই তালিকায় নানা ধরণের পশু রয়েছে।
ওয়েনাড জুড়ে এখন শুধু হাহাকার। ইতিমধ্যে মারা গিয়েছেন ৩৫০ জন। আহত আরও অনেক। নিখোঁজ রয়েছেন ১০০ জন। এখানে প্রতি বাড়িতে পশু রয়েছে। তাদের সঠিক দেখভাল হলে তবে তারা আগের অবস্থায় ফিরবে। মানুষের জন্য তো সব করেছে প্রশাসন। এবার অসহায় পশুদের পালা।
