আজকাল ওয়েবডেস্ক: কেরলে মেনিনজাইটিস ঘিরে ছড়াল আতঙ্ক। দোলের আগে বন্ধ করে দেওয়া হল স্কুল। এখনও পর্যন্ত পাঁচজন পড়ুয়ার শরীরে মেনিনজাইটিসের উপসর্গ দেখা দিয়েছে। যা ঘিরে দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালেও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কেরলের এর্নাকুলামের একটি বেসরকারি স্কুলের পাঁচ পড়ুয়ার শরীরে মেনিনজাইটিসের উপসর্গ দেখা দিয়েছে। পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পাঁচজনের মধ্যে দু'জন মেনিনজাইটিসে আক্রান্ত। একজন সাত বছরের ও অন্যজনের বয়স আট বছর। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
মেনিনজাইটিস সংক্রমণের আতঙ্ক ছড়াতেই এর্নাকুলামের ওই স্কুলে পঠনপাঠন বন্ধ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। পাঁচ পড়ুয়ার সংস্পর্শে যে পড়ুয়ারা এসেছে, তাদের মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের আওতায় না আসলে, মেনিনজাইটিসে আক্রান্তদের কয়েকদিনের মধ্যে মৃত্যুর আশঙ্কা থাকে। যথা সময়ে শনাক্ত না করে চিকিৎসা শুরু না হলে, মস্তিষ্কের বড়সড় ক্ষতি হতে পারে। তীব্র জ্বর, ঘাড়ে য
