আজকাল ওয়েবডেস্ক: পরপর সন্তান প্রসব করেই খুন। বছর খানেক পর সদ্যোজাত সন্তানদের হাড়গোড় নিয়ে থানায় হাজির হল যুবক। পুলিশকে সাফ জানাল লিভ-ইন সঙ্গীর কুকীর্তি। যুবক ও যুবতীর কীর্তি শুনে আঁতকে উঠল পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার দু'জনেই।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কেরলে। পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ত্রিশূর জেলায় থানায় হাজির হয় যুবক। সেই সময় সে মত্ত অবস্থায় ছিল। থানায় এসেই একটি ব্যাগ টেবিলে রাখে। সেটি খুলেই জানায়, 'এর মধ্যে সন্তানদের হাড়গোড় রয়েছে!' এও জানায়, সন্তান প্রসব করেই তাদের খুন করে লিভ ইন সঙ্গী।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুগল বিয়ে করেনি। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে রয়েছে। কিন্তু সম্প্রতি দু'জনের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। যুবক জানতে পারে, যুবতীর অন্যত্র বিয়ের দেখাশোনা চলছে। আরও একটি ফোন রয়েছে তার। যা দিয়ে হবু বরের সঙ্গে যোগাযোগ রাখে সে। এরপরই যুবতীর কেচ্ছা ফাঁস করে।
জানা গেছে, প্রথম সন্তান প্রসব করার পরেই মারা যায়। তার দেহ বাড়ির অদূরে মাটিতে পুঁতে দিয়েছিল। দ্বিতীয় সদ্যোজাত সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে যুবতী। তারপর যুবককে মাটিতে কবর দেওয়ার নির্দেশ দেয়। কয়েক বছর পর মাটি খুঁড়ে সেই সন্তানদের হাড়গোড় উদ্ধার করে থানায় এনে হাজির হয় সে। জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাগুলি পরিবারকে জানাত না যুবতী। প্রমাণ লোপাটের জন্য সন্তান প্রসব করেই খুন করে দিত। দু'জনকেই গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
