আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ২১, একটি সংস্থার প্রতিষ্ঠাতা। ধনী ব্যক্তিদের তালিকায় এই অল্প বয়সেই নামও উঠেছে তাঁর। চেনেন কি তাঁকে?

 

নাম কৈবল্য বোরা। জেপটোর কো-ফাউন্ডার। Hurun Indis Rich List-এ এবার নাম সেই কৈবল্যর। তথ্য বলছে, এই বয়সে তাঁর সম্পত্তির পরিমাণ ৩৬ হাজার কোটি টাকা। তাঁর সঙ্গেই জেপটো নামক ওই সংস্থা তৈরি করেছেন আদিত পালিচা, বয়স ২২। আদিত দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ধনীদের তালিকায়। 

 জানা যাক এই অল্প বয়সী দুই শিল্পপতির বিষয়ে। সর্বভারতীয় এক সংবাদ সস্থা জানাচ্ছে, কৈবল্য এবং আদিত, দুজনেই স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটির পড়ুয়া ছিলেন। কিন্তু কম্পিউটার সায়েন্সের দুই পড়ুয়া নাকি মাঝপথে পড়া থামিয়ে ব্যবসা শুরু করেন। ২০২১ সালে শুরু করেন তাঁদের ব্যবসা জেপটো। করোনা কালে এই সংস্থা কাজ শুরু করে প্রয়োজনীয় দ্রব্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে।

 

এই মুহূর্তে বাজারে তাদের একগুচ্ছ প্রতিযোগী সংস্থাও রয়েছে। এই ব্যস্ততার সময়ে এই সবকটি সংস্থা দ্রুত গ্রাহকের কাছে প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। 

 

১৯ বছর বয়স থেকেই Hurun India Rich List-এ নিজের জায়গা করে নিয়েছেন কৈবল্য। তারপর থেকে প্রতি বছরই তালিকায় তাঁর নাম।