আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার শেষদিনে একাধিক দশম শ্রেণির ছাত্রীকে খালি গায়ে বাড়ি যেতে বাধ্য করলেন স্কুলের প্রিন্সিপাল। স্কুলেই শার্ট খুলে রেখে, শুধুমাত্র ব্লেজার পরে বাড়ি যেতে নির্দেশ দিয়েছিলেন তিনি। এ ঘটনায় ঝাড়খণ্ড জুড়ে ব্যাপক শোরগোল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঝাড়খণ্ডের ধানবাদের এক নামী বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন দশম শ্রেণির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ছাত্রীরা আবেগপ্রবণ হয়ে মজা করেছিলেন। একে অপরের শার্টে লিখে দিচ্ছিলেন নানা বার্তা। সহপাঠীদের উদ্দেশে বার্তা শার্টে লিখতে দেখেই, ছাত্রীদের উপর চটে যান স্কুলের প্রিন্সিপাল।
তখনই তাদের ডেকে চড়া সুরে ধমক দেন। বকাঝকাও দেন। সঙ্গে সঙ্গে ক্ষমাও চায় ছাত্রীরা। এখানেই শেষ নয়। এরপর ছাত্রীদের শার্ট খুলতে নির্দেশ দেন। প্রিন্সিপালের নির্দেশ মতো শার্ট খুলে, শুধুমাত্র ব্লেজার পরে বাড়ি যায় তারা। অন্ততপক্ষে ৮০ জন দশম শ্রেণির ছাত্রী শার্ট ছাড়া, শুধুমাত্র ব্লেজার পরে যায়।
এরপরই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ জানান পুলিশ ও জেলাশাসকের কাছে। ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পড়ুয়ারাও এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রিন্সিপালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
