আজকাল ওয়েবডেস্ক : নেকড়ের পর এবার শিয়াল। উত্তরপ্রদেশের পিলভিটে শিয়ালের আক্রমণের ফলে জেরবার সাধারণ গ্রামবাসী। এদের মধ্যে ১২ জন গুরুতর আহত হয়েছে। তার মধ্যে ৫ জন শিশু রয়েছে। 

 

জানা গিয়েছে বাড়ির বাইরে শিশুরা খেলা করছিল। সেই সময় শিয়ালের দল এসে হামলা করে। তাঁদের বাঁচাতে গিয়ে বড়োরা বেরিয়ে এলে শিয়ালরা তাদেরও আক্রমণ করে। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। 

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে তারা ইতিমধ্যে একটি শিয়ালকে মেরে ফেলেছে। স্থানীয় প্রশাসন এবং বন দপ্তর ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। কীভাবে এই শিয়ালদের কব্জা করা যায় তা এখন প্রশাসনের বড় মাথাব্যাথা হয়ে উঠেছে। 

 

প্রসঙ্গত এই এলাকা এর আগে নেকড়ের আক্রমণ হয়েছে। বেশ কিছু মানুষ ইতিমধ্যে নেকড়ের কামড়ে আহত হয়েছে। বেশ কয়েকজন মারা গিয়েছে। তারপর এই শিয়ালের হামলা ফের বাড়তি ভয় ধরিয়েছে এই এলাকার মানুষের মনে। 

 

প্রশাসন জানিয়েছে বন্যার কারণে এই এলাকার শিয়ালদের গর্তে জল ঢুকে গিয়েছে। তাই থাকার জায়গা এবং খাবার না পেয়ে তারা এই কান্ড করেছে। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।