আজকাল ওয়েবডেস্কঃ জীবন মানেই ধাঁধা। ধাঁধার উত্তর দিলেই সব মুশকিল আসান। বেঙ্গালুরু দেখল এমনই এক অবাক করা ধাঁধার কাহিনী। 


ধাঁধার হাত ধরেই তৈরি হল নতুন বন্ধুত্ব। বেঙ্গালুরুতে একটি গোষ্ঠী শুরু করল এই অভিনব চিন্তা ভাবনা। করোনাকাল থেকেই শুরু হয়েছে এই খেলা। খেলতেই তৈরি হয় নতুন বন্ধুত্ব। এক সঙ্গে অনেকে মিলে প্রচুর ধাঁধার উত্তর দেন। আর সেখানে থেকেই তৈরি হয় নতুন বন্ধুত্ব। সেখান থেকেই এক অংশগ্রহণকারী জানান ধাঁধা ছিল তাঁর কাছে ভয়ের বিষয়। তবে এবার তিনি ধাঁধাকেই নিজের বন্ধু করে নিয়েছেন। তৈরি হয়েছে আরও নতুন বন্ধু। এই অবাক করা চিন্তা যিনি শুরু করেছিলেন,তাঁর মতে অনেকে এই খেলাকে প্রতিযোগিতা হিসাবে দেখেন। আবার অনেকে মজার ছলে খেলে যায়। তবে যেভাবেই খেলা হোক না কেন ধাঁধা দিয়েই জটিল সমস্যার সমাধান হয়ে যায়। তৈরি হয় নতুন দিক।