তীর্থঙ্কর দাস: ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মাদক বিরোধী অভিযানে আন্দামানে একটি মাছের ট্রলার থেকে প্রায় ছ'হাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। 

 

 

?ref_src=twsrc%5Etfw">November 25, 2024

 

 

বঙ্গোপসাগরে এই নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে ৬ জন মায়ানমারের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এর আগে বঙ্গোপসাগরে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার ঘটনা ঘটেনি। 

আকাশপথে এবং জলপথে অভিযান চালিয়ে মায়ানমারের ট্রলার 'সো ওয়াই ইয়ান টু' থেকে নিষিদ্ধ মাদক ' মেটাম্ফেটামাইন ' উদ্ধার করে। এই মাদকের বাজার মূল্য বিদেশের মাটিতে কোটি কোটি টাকা। মায়ানমার থেকে মাদক পাচারের ছক করা হচ্ছিল বলেই মনে করা হচ্ছে। ট্রলারের ভিতরে ছোট ছোট প্যাকেটে মাদক রাখা ছিল এবং প্রতি প্যাকেটে ২ কেজি করে মাদক ভরা ছিল বলি জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। 

প্রসঙ্গত, ২৩ নভেম্বর আকাশ পথে উপকূলরক্ষী বাহিনীর বিমান টহলদারি চালানোর সময় ট্রলারটি নজরে আসে। পোর্ট ব্লেয়ার থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্যারেন দ্বীপের কাছে ট্রলারটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ এবং ভারতীয় উপকূলের রক্ষী বাহিনীর যৌথ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়েছে।