আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। ভারতীয় সেনার প্রচেষ্টায় সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনার সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বুধবার সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টায় ভারতীয় সেনার চিনার কোর তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, "২৩শে এপ্রিল ২০২৫-এ আনুমানিক ২-৩ জন সন্ত্রাসী বারামুল্লার (উত্তর কাশ্মীর) উরি নালার এলাকা সরজীবন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। সতর্ক সেনারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে এবং বাধা দেয়। যার ফলে গুলির লড়াই শুরু হয়। প্রায় এক ঘণ্টার লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে সেনারা।"

?ref_src=twsrc%5Etfw">April 23, 2025

পোস্টে আরও জানানো হয়েছে, "সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে।"

জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে পহেলগাঁওয়ে। পর্যটকদের উপর জঙ্গিদের নির্বিচারে গুলিবর্ষণে কমপক্ষে ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মকর্তাও ছিলেন। সেই হামলার কয়েক ঘণ্টা পরে এই সংঘর্ষ শুরু হয়। 

হামলায় আহতদের সরিয়ে নেওয়ার জন্য সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। কারণ এই এলাকাটি কেবল পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে করেই যাতায়াত করা সম্ভব।