আজকাল ওয়েবডেস্ক: সোমবার ৯ সেপ্টেম্বর তেলেঙ্গানার গাচিবাওলি স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।  ইন্টারকন্টিনেন্টাল কাপ ঘরে তুলতে শক্তিশালী সিরিয়াকে হারাতেই হবে ভারতকে।

 

মরিশাসের বিরুদ্ধে ড্রয়ের পর বেশ চাপে রয়েছেন শুভাশিসরা। এবার চাপের ম্যাচে নতুন কোচ মানোলো মার্কেজের অধীনে ভারতীয় দল ম্যাচ বের করতে পারে কিনা সেটাই দেখার। সিরিয়া মরিশাসকে হারানোর ফলে তাদের ভারতের বিরুদ্ধে ড্র করলেই চলবে।

 

মানোলো মার্কেজ দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচ মরিশাসের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু দুর্বল পাসিং, হতাশাজনক ফুটবলে সমালোচনা হয় মার্কেজের কোচিং নিয়ে। সিরিয়ার বিরুদ্ধে ম্যাচটি ভারতের সংকল্প এবং চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতা পরীক্ষা করবে।

 

 

ব্লু টাইগারদের তাদের আক্রমণকে আরও তীক্ষ্ণ করতে হবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ Sports18 3 টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এবং Jio Cinema অ্যাপে লাইভ-স্ট্রিমেও পাওয়া যাবে।