আজকাল ওয়েবডেস্ক : ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ভারতের বায়ুদূষণ কমেছে ২০%। একটি বেসরকারি প্রতিষ্ঠান এই সমীক্ষা প্রকাশ করেছে। ভারতের মত জনবহুল দেশে এই রিপোর্ট যথেষ্ট ইঙ্গিত বহন করে। যদিও হুর গাইড অনুসারে এই বায়ুদূষণ আরও কম থাকা উচিত। কিন্তু তারপর এই সমীক্ষা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
চিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি সংস্থা এই সমীক্ষা করেছে। তারা জানিয়েছে যে হারে ভারতে জনসংখ্যা রয়েছে সেটা বিচার করলে এই বায়ুদূষণ অনেক বেশি হতে পারত। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে ভারতের বাতাসে এই দূষণ অনেকটা কমেছে।
এই বায়ুদূষণ কম থাকার ফলে মানুষের গড় আয়ু অনেকটা বাড়বে। যেখানে ভারতের মত দেশে মানুষের গড় আয়ু ৬০ বছর। সেখানে এই গড় আয়ু বেড়ে ৬৫ হতে পারে বলে জানিয়েছে এই সমীক্ষা।
ক্রমাগত তামাকজাত দ্রব্য ব্যবহার কমছে। ফলে মানুষের গড় আয়ু বাড়ছে। তামাক ব্যবহার কম করার ফলে বাতাসে দূষণ কমছে। এটা একটা ভাল দিক বলে মনে করা হচ্ছে। বাতাসে যত দূষণ কম হবে তত দূষণ কম হবে।
অন্যদিকে ভারতের পাহাড়ি অঞ্চলে দূষণ অনেকটা কম। ফলে এখানে বাতাস অনেক বেশি মনোরম হয়েছে। যদি এই হারে বাতাসে দূষণ কমতে থাকে তবে আগামী ১০ বছরের মধ্যে ভারত বায়ুদূষণ থেকে অনেকটা মুক্ত হবে।
