আজকাল ওয়েবডেস্ক: সেরা পাঁচে ভারত। এমনকি পিছে ফেলছে ইতালি-ফ্রান্স-ব্রাজিলকে। কী সেই বিভাগ, যেখানে একেবারে শীর্ষ তালিকায় দেশ?

সমীক্ষা বলছে, উৎপাদনে ভারত এখন কেন্দ্র বিন্দুতে। এই তথ্য আবার প্রকাশ্যে এসেছে চিনের সংবাদ মাধ্যমে। চিনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস উৎপাদনে বিশ্বের মধ্যে সেরা ১০টি দেশের তালিকার নাম উল্লেখ করেছে। আর সেই তালিকার ৫ স্থানে রয়েছে ভারতের নাম।

তালিকার প্রথমে রয়েছে চিন। দ্বিতীয় স্থানে আমেরিকা, তৃতীয় স্থানে জার্মান, চতুর্থ স্থানে জাপান এবং পঞ্চমে ভারত। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাটা অনুযায়ী এই তালিকা তৈরি করেছে গ্লোবাল টাইমস। তালিকায় ষষ্ট স্থানে রয়েছে কোরিয়া, সপ্তম স্থানে মেক্সিকো, অষ্টম স্থানে ইতালি।