আজকাল ওয়েবডেস্ক : রবিবারই ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। সেইমতো চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই দুই দেশের ভক্তরা নিজেদের মতো করে দল বেছে নিয়েছেন। ভারত না পাকিস্তান কে জিতবে তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা।
দুবাইতে হওয়া এই ম্যাচ নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা। অভয় সিং এবার বিরাট কথা বলে দিলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন এই বিরাট মহারণে জিতবে পাকিস্তান। ভারতের তারকা ব্যাটসম্যানরা এই বিরাট ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারবেন না। ফলে হার হবে ভারতের।
তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি সরাসরি বলে দেন, সকলকে আমি বলে দিচ্ছে এইবার ভারত জিতবে না। দলে যে কেউ থাকুক না কেন ভারত পাকিস্তানের কাছে হারবে।
