আজকাল ওয়েবডেস্ক: স্কুলের শৌচালয়ে যৌন নির্যাতনের শিকার দুই নার্সারি পড়ুয়া। মহারাষ্ট্রের থানের বদলাপুরের এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুনতে চেয়েছিল বম্বে হাই কোর্ট। বৃহস্পতিবার বম্বে হাই কোর্টের বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং বিচারপতি পৃথ্বিরাজ চৌহ্বানের বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে পুলিশের ভূমিকার তীব্র ভৎর্সনা করেন দুই বিচারপতি। 

 

পরিবারের অভিযোগ ছিল, পকসো ধারায় মামলা হলেও পুলিশ দেরিতে অভিযোগ নেয়। বম্বে হাই কোর্টের মন্তব্য, 'যেখানে স্কুল নিরাপদ স্থান নয়, সেখানে শিক্ষার অধিকার নিয়ে কথা বলে লাভ নেই। দুই শিশুর পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে চাইলেও কেন অভিযোগ নেয়নি পুলিশ? এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা।' 

 

বিচারপতির আরও বক্তব্য, 'তদন্ত কবে, কীভাবে শুরু হল, কোন পথে কতদূর এগোল, তার বিস্তারিত তথ্য নেই। পুলিশ এবং তদন্তকারী দলের উদাসীনতা স্পষ্ট এক্ষেত্রে। আমাদের থেকে তথ্য গোপন করেছেন কেন? কী উদ্দেশ্য এর পিছনে?' বদলাপুর কাণ্ডে কবে সিট গঠন হয়, কবে পুলিশের কাছে সমস্ত তথ্য চেয়েছে এবং পুলিশ সব তথ্য দেয়নি, তার জবাব তদন্তকারীদের কাছে চেয়েছে হাই কোর্ট।