আজকাল ওয়েবডেস্ক: পণ্ডিত চন্দ্রশেখর শর্মা হলেন একজন বিখ্যাত জ্যোতিষী সঙ্গে পুরোহিতও। গত কয়েক দশক ধরে বিভিন্ন আচার-অনুষ্ঠান পরিচালনা করে আসছেন তিনি। সঙ্গে বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্মেও মানুষকে সঠিক পথ দেখাচ্ছেন। তিনি বাস্তু শান্তি থেকে শুরু করে রুদ্র যজ্ঞ এবং সত্যনারায়ণ পুজো সহ নানা ধর্মীয় অনুষ্ঠানেই দেখা যায় তাঁকে। তবে তিনি যেমন তেমন পুরোহিত নন। সাধারণত বিভিন্ন সেলিব্রিটিদের বাড়িতে পুজোতে ডাক পড়ে তাঁর। সেই তালিকায় যেমন তারকারা রয়েছেন তেমনই রয়েছেন মুকেশ আম্বানি সহ বিভিন্ন শিল্পপতিরাও।
পণ্ডিত শর্মাকে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। তাঁর সোশ্যাস মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন আচার-অনুষ্ঠানের ছবি দেখা যায়, যেখানে বিশেষ করে আম্বানি পরিবারের জন্য সংগঠিত অনুষ্ঠানগুলি রয়েছে। উল্লেখ্য, পণ্ডিত শর্মা মুম্বাইয়ের অ্যান্টিলিয়াতে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী পুজোর আচার-অনুষ্ঠানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন কিছুদিন আগেই। শুধু পুরোহিত হিসেবেই নয়, পণ্ডিত শর্মা মোটিভেশনাল স্পিকার হিসেবেও পরিচিত। তিনি মানুষকে মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য পরামর্শ দিয়ে থাকেন। ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন পণ্ডিত শর্মা বহু হাই-প্রোফাইল ক্লায়েন্টদের সেবা করেছেন, যার মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং সোনু নিগমের মতো বিশিষ্ট ব্যক্তিরা। কোন কাজে তিনি কত টাকা নিয়ে থাকেন? আসুন জেনে নিই:
জন্মকুণ্ডলী পাঠ: প্রতি কুণ্ডলী ১০০০ টাকা
জন্মকুণ্ডলী মিলন: ১০০০ টাকা
মুহূর্ত নির্বাচন:১০০০ টাকা
দোকান/ফ্যাক্টরি উদ্বোধন: ৫০০০ টাকা (পুজোর সামগ্রী ছাড়া)
ভূমি পুজো: ৫০০০ টাকা (পুজোর সামগ্রী ছাড়া)
বিবাহ: ২৫০০০ টাকা (পুজোর সামগ্রী ছাড়া)
সত্যনারায়ণ পুজো: ৫০০০ টাকা (পুজোর সামগ্রী ছাড়া)
সুদর্শন যজ্ঞ: ৫০,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
মৃত্যুঞ্জয় জপ: ৫০,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
প্রতিনিধি পুজো: ৫০,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
বাস্তু শান্তি: ৫০,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
চণ্ডী হোম: ৫০,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
রুদ্র যজ্ঞ: ৫০,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
রুদ্রাভিষেক: ১১,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
বগলামুখী হোম: ৫০,০০০ টাকা (পুজোর সামগ্রী সহ)
