আজকাল ওয়েবডেস্ক : সামনেই উৎসবের মরশুম। তার আগে অক্টোবর মাসে ১৫ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। দুর্গাপুজো থেকে শুরু করে নবরাত্রি, দশহরা, কালীপুজো, দীপাবলি রয়েছে টানা উৎসবের মেজাজ। তাই যদি ব্যাঙ্কের কোনও দরকারি কাজ থাকে তবে আগে থেকেই সমস্ত কাজ করে নিতে পারেন।

 

 ব্যাঙ্কের সঙ্গে বর্তমানে প্রতিটি মানুষের দৈনন্দির কাজের নানা কর্মসূচি জুড়ে থাকে। ফলে গ্রাহকদের সুবিধার জন্য আরবিআই প্রতিটি মাসের শুরুতেই সেই মাসের ছুটির তালিকা প্রকাশ করে সকলকে আগে থেকে সতর্ক করে দেয়। অক্টোবর মাসে ৩১ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। শনিবার ও রবিবার বাদ দিয়ে এই ছুটির তালিকায় রয়েছে নানা উৎসব। একনজরে দেখে নিন কোন দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

১ অক্টোবর, বিধানসভা নির্বাচনের জন্য জম্মুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

২ অক্টোবর, গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে সেদিন সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

৩ অক্টোবর, নবরাত্রি শুরু হওয়ার জন্য জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

৬ অক্টোবর, রবিবার হওয়ার সেদিন সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

১০ অক্টোবর, সেদিন আগরতলা, গুয়াহাটি, কোহিমা এবং কলকাতায় দুর্গাপুজোর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

১১ অক্টোবর, সেদিন মহাষ্টমী-মহানবমীর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

১২ অক্টোবর, সেদিন সারা দেশে বিজয়া দশমী থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

১৩ অক্টোবর, সেদিন রবিবার থাকায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে।

 

১৪ অক্টোবর, এদিন গ্যাংটকে দাসেন উৎসব বা দুর্গাপুজোর কারণে ছুটি।

 

১৬ অক্টোবর, আগরতলা ও কলকাতায় লক্ষ্মীপূজার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

 

১৭ অক্টোবর, বেঙ্গালুরু ও গুয়াহাটিতে মহর্ষি বাল্মীকী ও কাটি বিহুর কারণে ব্যাঙ্কে ছুটি।

 

২০ অক্টোবর, রবিবার, তাই সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ।

 

২৬ অক্টোবর, চতুর্থ শনিবার হিসেবে এদিন দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

২৭ অক্টোবর, রবিবার, তাই সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।

 

৩১ অক্টোবর, দীপাবলী বা কালীপুজো। তাই এই উৎসবের আবহে বন্ধ থাকবে ব্যাঙ্ক।