আজকাল ওয়েবডেস্ক: সোমবার হিমাচল প্রদেশে ঘটে গেল ভয়াবহ দু্র্ঘটনা৷ এক যুবক প্যারাগ্লাইডিং করতে গিয়ে দু্র্ঘটনায় মারা যান। ঘটনাটি খবর অনুযায়ী ইন্দ্রুনাগে একটি টেক অফ সাইটে ঘটে। জানা গিয়েছে নিহত যুবক গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। মাত্র ২৫ বছর বয়সী পর্যটকের প্যারাগ্লাইডার বিধ্বস্ত হওয়ার ঘটনার পর ভীত সন্ত্রস্ত রাজ্যসহ গোটা দেশের পর্যটকেরা৷ ঘটনার ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠেছে সবাই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রুনাগ প্যারাগ্লাইডিং সাইটটি হিমাচল প্রদেশের ধর্মশালায়। ধর্মশালার শহরতলিতে অবস্থিত এই প্যারাগ্লাইডিং সাইট বেশ নামকরা। আহমেদাবাদের বাসিন্দা এই যুবক ঘটনার দিন ইন্দুনাগ প্রাগ্লাইডিং সাইটে যান৷ তিনি ও তাঁর প্যারাগ্লাইডর যথেষ্ট প্রস্তুত ছিলেন বলে সূত্রে জানা গিয়েছে। এরপর তাঁরা বাতাসে উড়তে গিয়েই ঘটে বিপত্তি। গ্লাইডারটি কিছুদূর গিয়ে বাতাসে উঠতে ব্যর্থ হয়৷ মুহুর্তের মধ্যে ধসে পড়ে যুবকের মৃত্যু হয়। 

কাংড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিতেশ লক্ষ্মণপাল জানিয়েছেন, টেক অফের সময় গ্লাইডারটি বাতাসে উঠতে ব্যর্থ হয়। ফলস্বরূপ অল্প দূরত্বের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। খবরে জানা গিয়েছে, ঘটনার জেরে সতীশ রাজেশ ভাই এবং পাইলট সুরজ উভয়ই গুরুতর আহত হন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

আরও পড়ুনঃ ওরিও আর চকোলেট বাক্সে গোপনে কয়েক কোটি টাকার কোকেন পাচার! মুম্বাই বিমানবন্দরে হাতেনাতে পকড়াও যুবতী

খবর অনুযায়ী, ঘটনার জেরে সতীশের মাথা, মুখ এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লেগেছিল। গ্লাইডার ধসে যাওয়ার পর ২৫ বছর বয়সী ওই যুবককে প্রথমে গুরুতর আহত অবস্থায় ধর্মশালার জোনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে যুবকের অবস্থার অবনতি বুঝে চিকিৎসকরা তাঁকে টান্ডা মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে দীর্ঘক্ষণ তাঁর চিকিৎসা চলে৷ চিকিৎসা চলাকালীন গভীর রাতে তাঁর মৃত্যু হয়। অপরজন পাইলট সুরজের কাংড়ার বালা জি হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার লখনপাল বলেন, সতীশের পরিবারের সদস্যদের ইতিমধ্যেই দু্র্ঘটনার খবর দেওয়া হয়েছে। সতীশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়৷ পরবর্তীতে সতীশের মৃতদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে৷ 

খবর সূত্রে, চলতি বছরে বিগত ছয় মাসের মধ্যে ইন্দ্রুনাগে এটি ছিল দ্বিতীয় মারাত্মক প্যারাগ্লাইডিং দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে, গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ভাবসার খুশি গ্লাইডার বিধ্বস্ত হয়ে মারা যান৷ মাত্র ১৯ বছর বয়সী ভাবসার খুশি তাঁর গ্লাইডার বিধ্বস্ত হওয়ার পর একইভাবে মারা যান। সেখানেও গ্লাইডার উড়তে ব্যর্থ হয়। আচমকা ধসে পড়ে মারা তরুণী। দুর্ঘটনায় তাঁর পাইলটও গুরুতর আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার লখনপাল বলেন যে উভয় ক্ষেত্রেই প্যারাগ্লাইডিং নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের সম্ভাব্য ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে। এর প্রতিক্রিয়ায়, কাংড়ার ডেপুটি কমিশনার হাইমরাজ বৈরওয়া বর্ষা মৌসুমে নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করেছেন। তিনি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলা জুড়ে প্যারাগ্লাইডিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।

প্রসঙ্গত সোমবার আবহাওয়া বিভাগ হিমাচল প্রদেশের তিনটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে। এর জেরে আবহাওয়া দপ্তর 'কমলা' সতর্কতা জারি করেছে বলে খবর৷ রাজ্যে অবিরাম বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে আজ এবং আগামীকালের জন্য আনুষ্ঠানিক ভাবে এই সতর্কতা জারি করা হয়েছে।