আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের ‘হারভেস্টিং রোবোটিক্স’ এখন কেবল প্রযুক্তিতেই নয়, মন জয় করছে তাদের নতুন নিয়োগে—একটি গোল্ডেন রিট্রিভার কুকুর, যার নাম ডেনভার। সংস্থার ‘চিফ হ্যাপিনেস অফিসার’ (CHO) হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে।
কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা রাহুল আরেপাকা একটি ভাইরাল লিঙ্কডইন পোস্টে জানান, "ও কোড লেখে না, তাতে কিছু যায় আসে না। শুধু অফিস আসে, মন চুরি করে আর অফিসের প্রাণ ফিরিয়ে দেয়।"
পোষ্টটি ইতিমধ্যেই ১২,০০০-এর বেশি লাইক ও শতাধিক মন্তব্য কুড়িয়েছে। নেটিজেনরা ডেনভারের আকর্ষণীয় উপস্থিতি ও সংস্থার পোষ্যবান্ধব নীতিকে সাধুবাদ জানিয়েছেন। ডেনভারের নিজস্ব লিঙ্কডইন প্রোফাইল থেকেও মজার কমেন্ট—"CEO হতে পারি? নরম থাবার বদলে?"
ডেনভার এখন অফিসের সবচেয়ে জনপ্রিয় কর্মী। এক ইউজার মজার ছলে লেখেন, “ভাইব ডিপার্টমেন্টে ডেনভারই টপ পারফর্মার!”
নির্বিঘ্নে বলাই যায়—এই কুকুরবাবুই এখন হায়দরাবাদের সবচেয়ে ‘হ্যাপি’ কর্মী!
