আজকাল ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের সোলাপুর জেলার কাছে এক যুবকের আকস্মিক মৃত্যু হয়। রবিবার ভোরে ঘটে ঘটনাটি৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় যুবক। অবৈধ জুলুমের মামলায় অভিযুক্ত ছিল ২৩ বছর বয়সী ওই যুবক। এক পুলিশ কর্মচারী জানিয়েছেন, ওই যুবক একটি বড়সড় অপরাধ চক্রের সক্রিয় সদস্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবকের নাম শাহরুখ। আরেক নাম আত্তি রহিম। সম্ভবত এই নামেই অন্ধকার জগতে বেশি পরিচিত। এক  অপরাধী চক্রের সদস্য সে৷ পুনের পুলিশ কয়েকদিন আগে  গোপন সংবাদ পেয়েছিল। শাহরুখ তখন সোলাপুরের কাছে লাম্বোটি গ্রামে তার আত্মীয়দের সঙ্গে লুকিয়ে। 

পুনেতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। সেগুলি খুন, অবৈধ জুলুম এবং অবৈধ অস্ত্র সংরক্ষণের মতো অপরাধ। এই তথ্যের ভিত্তিতে পুনে অপরাধ শাখার একটি দল দ্রুত লাম্বোটির উদ্দেশ্যে রওনা দেয়। 

পুলিশ শাহরুখের বাড়িতে অভিযান চালায়। পুলিশকে দেখে সে একটি পিস্তল বের করে। তাদের লক্ষ্য করে গুলি চালাতেও শুরু করে। ফলে পুলিশ এবং অপরাধীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে৷ 
পুলিশের পাল্টা গুলিবর্ষণে শাহরুখ গুরুতর আহত হয়। তাকে তক্ষুনি সোলাপুরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন শাহরুখের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।