আজকাল ওয়েবডেস্ক: দাড়ি রাখতে গিয়েই সংসার গেল! মীরাটে এক মুসলিম মৌলবি স্ত্রীকে হারালেন শুধু দাড়ি না কামানোর জেদে। আরও চমকে দেওয়ার মতো ঘটনা—স্ত্রী পালালেন স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে!
উজ্জ্বল গার্ডেন কলোনির বাসিন্দা শাকিরের সঙ্গে আরশির বিয়ে হয়েছিল মাত্র সাত মাস আগে। বিয়ের কিছুদিন পর থেকেই আরশি স্বামীর দাড়ি কাটার জন্য চাপ দিতে থাকেন। তিনি সাফ জানান, পারিবারিক চাপে বিয়ে করেছিলেন এবং দাড়ি না কাটলে এই সংসার চলবে না।
শাকির জানান, এ নিয়ে দাম্পত্যে বারবার ঝামেলা হচ্ছিল। এর মধ্যেই আরশির দেওরের (শাকিরের ছোট ভাইয়ের) সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ৩ ফেব্রুয়ারি, দু’জনে একসঙ্গে উধাও হয়ে যান।
সমাজে সম্মান রক্ষায় আত্মীয়দের নিয়ে খোঁজ চালিয়েও ব্যর্থ হয়ে শাকির থানায় মিসিং রিপোর্ট করেন। তবে চমক এখানেই শেষ নয়—আরশি নাকি এখন শাকিরের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করছেন!
পুলিশ সুপার আয়ুষ বিক্রম জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
