আজকাল ওয়েবডেস্ক: পুলিশ সেজে বাজার থেকে পয়সা তুলত সে। অবশেষে আসল পুলিশের কাছে ধরা পড়ে গেল। গত ১৮ নভেম্বর এক দোকানদারের কাছ থেকে টাকা তুলতে গিয়ে আসল পুলিশের কাছে ধরা পড়ে গেল সে। ঘটনাটি ঘটেছে ভোপালে।
ধৃত ব্যক্তির নাম আনন্দ সেন। ভোপালের অশোকা গার্ডেন এলাকার বাসিন্দা সে। কিছুদিন ধরেই ভোপাল নগর পুলিশের কাছে অভিযোগ আসছিল। ভুয়ো পুলিশের ছবিও থানায় দিয়ে এসেছিলেন অনেকে। এরপরই তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ১৮ নভেম্বর বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় সন্দিগ্ধ জেলা আদালতের সামনের একটি দোকানে। ওই ভুয়ো পুলিশ অফিসার তখন দোকানদারের থেকে তোলা আদায় করছিল। আচমকাই পুলিশ ওই দোকানে হানা দিয়ে ভুয়ো পুলিশ আনন্দ সেনকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে ধৃত আনন্দ সেন জানিয়েছে, সে ভুয়ো পুলিশ অফিসার সেজে তোলা আদায় করত। জানা গেছে, বিভিন্ন থানায় ওই ব্যক্তির পুলিশের পোশাক পরিহিত ছবি ছিল। ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছে, সুযোগ পেলেই থানার সামনে বা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলত। জানা গেছে, একাধিক দোকানদারের থেকে ধৃত ব্যক্তি টাকা আদায় করেছে। এমনকী সোশ্যাল মিডিয়াতেও পুলিশের পোশাক পরা ছবি ছিল আনন্দ সেনের। এমনকী বাইকেও পুলিশের নেমপ্লেট ছিল। ধৃত ব্যক্তির কাছ থেকে একাধিক পুলিশ ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। আপাতত ধৃত জেলে রয়েছে।
